সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮
আজিজুর রহমান :: সিলেট এ এমজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এইচআইভি আক্রান্ত রোগীদের এআরটি সেবা প্রদানের আজ এক বছর পূর্ণ হল। এ উপলক্ষে বুধবার সকালে হাসপাতালের আউটডোরে টেলিমেডিসিন কক্ষে এক সেমিনার অনুষ্ঠিত হয়। আরপি ডা. আবু নাঈম মোহাম্মদের সভাপতিত্বে ডাঃ আসদুজ্জামান জুয়েলের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা.একে মাহবুবুল হক।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-পরিচালক ডাঃ দেবপদ রায়, ডাঃ বাদরুল ইসলাম, ডাঃ জাহিদ আল কাদরী, সেবা তত্তবধায়ক শিউলি সুলতানা,এইচআইভিসেবা জোরদারকরণ প্রকল্পের ব্যবস্থাপকমোঃ মোতাহের হোসেন, পিএলএইচআইভি নেটওয়ার্কের রীনা ধর, মজির উদ্দিন এরআরটিসেন্টারের ইনচার্জ সবিতা দিও, সুপ্রিয়া পাল, আহমেদ শামীম, নাজমা ফেরদৌস প্রমুখ।
এ সময় বক্তরা জানান “সরকারী হাসপাতাল গুলোতে একসময় এইচআইভি আক্রান্তদের সেবা প্রাপ্তি খুবই কষ্টসাধ্য ছিল। বৈষম্যের শিকার হওয়া আশংকায় সর্বদা ভয়ে থাকতে হতো। এখন ওসমানী হাসপাতালে বৈষম্যহীন ভাবে এইচআইভি আক্রান্তদের সেবা প্রদান, বিনামূল্যে প্রয়োজনীয় সব ঔষধ এবং প্রয়োজনীয় সবধরনের ডায়াগনস্টিক পরীক্ষার সুবিধা দেয়া হয়। যা সারাদেশে একমাত্র সেবা কেন্দ্র হিসাবে পরিচিত লাভ করেছে। ওসমানীর মত সারা দেশে এইচ আইভি রোগীদের সেবা প্রধান করলে রোগীদের মধ্যে আতংক অনেকাংশ কেটে,সুস্থ ভাবে বাকী জীবন কাটাতে পারবে বলে ডাক্তাররা মত প্রকাশ করেন।
সরকারী ব্যবস্থাপনায় এইচআইভি আক্রান্তদের সেবা প্রদানের লক্ষ্যে ২০১৭ সালের অক্টোবরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এআরটি সেন্টারের কার্যক্রম শুরু হয়। এআরটি সেন্টারের এক বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত সভায় বক্তাগন এআরটি সেন্টাররে বিভিন্ন সাফল্য ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd