গোয়াইনঘাটে উন্নয়নমেলা উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

প্রকাশিত: ১:২৭ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারাদেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা পলক্ষ্যে বিশেষ আয়োজন করেছে উপজেলা প্রসাশন। মেলাটি বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার বিকাল পর্যন্ত চলবে। বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী গনভবন থেকে ৪র্থ জাতীয় উন্নয়ন মেলার শুভ উদ্বোধন করেন।

গোয়াইনঘাট মেলা প্রাঙ্গনে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে বিটিভি থেকে সম্প্রচারিত প্রধানমন্ত্রীর উদ্বোধনী অনুষ্টান সরাসরি স্থানীয় দর্শকদের দেখার সুযোগ করে দেন উপজেলা প্রসাশন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে ও সঞ্চলনায় সরকারের উন্নয়ন নিয়ে বক্তব্য রাখেন গোয়াইনঘাট সরকারী কলেজের অধ্যক্ষ ফজলুল হক, সহকারী কমিশনার ভুমি আশিকুর রহমান চৌধুরী, অফিসার ইনচার্জ মোঃ আব্দুল জলিল, কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনিছুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ ফখরুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম.এ মতিন, উপজেলা আওয়মীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা, উপজেলা যুবলীগের আহবায়ক ফারুক আহমদ, আহবায়ক কমিটির সদস্য নজরুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি নজরুল ইসলাম প্রমূখ।

মেলায় ৪৭টি সরকারী বেসরকারী প্রতিষ্টান নিজ নিজ দপ্তরের বিগত ১০বছরের উন্নয়ন তথ্য তুলে ধরে। সকাল ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পালের নেতৃত্বে এক বর্ণাড্য র‌্যালী মেলা প্রাঙ্গন থেকে বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রধক্ষিণ করে পুনরায় মেলার মাঠে এসে সমাপ্ত হয়। র‌্যালীতে সরকারি বে সরকারি কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষ প্রতিষ্ঠানের শিক্ষক/শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শতাধিক মানুষ অংশ গ্রহণ করে।

র‌্যালী শেষে উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান আফিয়া বেগম, তোয়াকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খালেদ আহমদ প্রমূখ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..