বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ ডাকাতি মামলার পলাতক আসামি তছির আলীকে গ্রেপ্তার করেছে। সে উপজেলা ঘাসিগাঁও গ্রামের মৃত আখদ্দুছ আলীর ছেলে। বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলার ঘাসিগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বিশ্বনাথ থানার এএস আই বাশারের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান চালিয়ে ডাকাতি মামলার পলাতক আসামি তছির আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। সে একজন ডাকাত বলে পুলিশ জানায়।
ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেপ্তারের সত্যতা স্বীকার করেছেন থানার অফিসার ইন-চার্জ শামসুদ্দোহা পিপিএম।
Sharing is caring!