বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটে (বিআরডিবি)’র নির্বাচন (ত্রি-বার্ষিক) সম্পন্ন হয়েছে। কোন প্রতিদ্বন্দি প্রার্থী না থাকায় নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দিতায় পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মহব্বত আলী। এছাড়া সহ সভাপতি পদে আফরোজ বকত খোকন, সদস্য পদে আকতার হোসেন (ব্লক-১), মোক্তার আহমদ (ব্লক-২), ইসমাইল আলী (ব্লক-৩), আবদুল্লাহ (ব্লক-৪), আবু সালেহ (ব্লক-৫), আবদুল মুতলিব (ব্লক-১) বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা বিআরডিবি মিলনায়তনে সংস্থার বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিতাভ পরাগ তালুকদার। বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কৃষ্ণা রাণী তালুকদার, বিআরডিবি কর্মকর্তা শাহ আলম তালুকদার, ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা সফিকুল ইসলাম ভূঁইয়া।
এসময় সমবায়ীদের মধ্যে উপস্থিত ছিলেন আবদাল মিয়া, নূরুল ইসলাম, প্রদীপ দাশ, দ্রেবব্রত চক্রবর্তী দেবু, আলা উদ্দিন খান, বখতিয়ার আহমদ মেম্বার, হাবিবুর রহমান, রুপ মিয়া, ফজর আলী, মখলিছুর রহমান, হেনা রাণী চৌধুরী, আবদুল মানিক, সরীন্দ্র বৈদ্য, আবদুল মজিদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য নূর উদ্দিন, সংগঠক মিজানুর রহমান মিজান, বিভাংশু গুন বিভু, শেখ ফজর রহমান, নিজাম উদ্দিন, কাওছার আহমদ প্রমূখ’সহ বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ।