সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’ এর গ্র্যান্ড ফাইনালে সেরা ১০ সুন্দরীদের মধ্যে প্রথম রানার্স আপ হয়েছে সিলেটের বিয়ানীবাজারের মেয়ে নিশাত নাওয়ার সালওয়া। সে বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামের বাংলাদেশে পরিকল্পনা মন্ত্রণালণের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের মহা-পরিচালক মো. রফিকুল ইসলাম বাদলের মেয়ে।
চূডান্ত পর্বে তিন প্রতিযোগীর মধ্যে তুমুল প্রতিযোগিতা চলে। নিশাত নাওয়ার সালওয়াকে পেছনে ফেলে পিরুজপুরের মেয় জান্নাতুল ফেরদৌস ঐশী মিস ওয়ার্ল্ড বাংলাদেশ নির্বাচিত হন। দ্বিতীয় রানার্সআপ হয়েছে বুশরা।
সোমবার গ্র্যান্ড ফিনালের আসর বসেছিল রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার রাজদর্শনে সেরা দশ থেকে পর্যায়ক্রমে সালওয়া, সেরা পাঁচ, সেরা তিন অতিক্রম করে সেরা দুইয়ে জায়গা করে নেন। তবে উত্তেজনাকর শেষ মুহূর্তে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ রানার্সআপ নির্বাচিত হন বিয়ানীবাজারের এ কৃতি সন্তান।
খবরটি সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের কানলী গ্রামে আনন্দে উদ্বেলিত নিশাত নাওয়ার সালওয়া স্বজনরা। গ্রামজুড়ে যেন ছড়িয়ে পড়েছে ঈদের আনন্দ। সবার মুখেই একই কথা ‘আমাদের সালওয়া মিস ওয়র্ল্ড বাংলাদেশ রানার্সআপ’। নিশাত নাওয়ার সালওয়া’র এই অসামান্য সফলতার ঢেউ লেগেছে বিয়ানীবাজার উপজেলা জুড়ে। অনেকে সামাজিক মাধ্যমে সালওয়া কে অভিনন্দন জানিয়ে পোষ্টও দিচ্ছেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd