শীর্ষ সন্ত্রাসী ফরহাদ ও ইফতেখারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি প্রশাসন

প্রকাশিত: ১১:০৪ অপরাহ্ণ, অক্টোবর ৫, ২০১৮

শীর্ষ সন্ত্রাসী ফরহাদ ও ইফতেখারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়নি প্রশাসন

ক্রাইম সিলেট ডেস্ক : ফেনীর সোনাগাজী মডেল থানার তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী আইয়ুব নবী ফরহাদ ও ইফতেখার হোসেন খন্দকারের মাদক সেবন এবং যৌন কেলেঙ্কারির ভিডিও ফেসবুকে ফাঁস হওয়ার ৮দিন পরও সাংগঠনিক ব্যাস্ততা এবং প্রশাসনিক কোন পদক্ষেপ চোখে পড়েনি। এ ব্যাপারে জেলা ছাত্রলীগের সাধারন জাবেদ হায়দার জজ বলেছে, সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাধারন ইফতেখার খন্দকারের বিরুদ্ধে দ্রুত সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে। এ বিষয়ে সাংগঠনিক সিদ্ধান্তও হয়েছে। জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির বলেছে, আমিরাবাদ যুবলীগের সাধারন সম্পাদক আইয়ুব নবী ফরহাদের বিরুদ্ধে অল্পে সময়ের মধ্যেই সাংগঠনিক ব্যাবস্থা নেয়া হবে, ঘটনার পর থেকে তাকে দলীয় কর্মকান্ড থেকে বিরত রাখা হয়েছে।

সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেন বলেন, দুজনই তালিকাভুক্ত সন্ত্রাসি। উভয়ের বিরুদ্ধে ১৪টি করে মামলা রয়েছে। উক্ত ঘটনার আগে ও পরে উভয়ে সদর থানাধিন অবস্থায় হওয়ায় ধরাছোঁয়ার বাহিরে রয়েছে। দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।

‘সোনাগাজীর সময়’ নামক একটি ফেসবুক আইডি থেকে বুধবার ২টায় (১৯সেপ্টেম্বর) দুটি ভিডিওর মাধ্যমে প্রচার করা হয়। একটি ভিডিওতে দেখা যায়, আইয়ুব নবী ফরহাদ ও ইফতেখার ফেনীর ফুলগাজী সীমান্তবর্তী কালির হাটের মাদক সম্রাট হারুনের স্ফটে প্রকাশ্যে ফেন্সিডিল সেবন করে হারুনকে টাকা দিচ্ছে। অপর ভিডিওতে দেখা যায়, চট্টগ্রামের ওমেন কলেজ সংলগ্ন মিমের মাদক ও যৌনপল্লীতে গনিকার সহযোগীতায় ইয়াবা সেবন এবং যৌনসংগম করছে। আইয়ুব নবী ফরহাদ উপজেলার আমিরাবাদ ইউনিয়ন যুবলীগ সাধারন সম্পাদক এবং সোনাপুর গ্রামের মৈঙ্গার বাপের বাড়ীর মেনু মিয়ার ছেলে । ইফতেখার হোসেন উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক এবং একই গ্রামের মিয়াধনের ছেলে। উভয়ে ফেনী সদরের সংসদ সদস্য নিজাম হাজারির একান্ত সহযোগি এবং সংসদ সদস্য হাজী রহিম উল্যাহর খামার ও বাড়ীতে ৮বার হামলা সহ ধর্ষন, ডাকাতি, চাঁদাবাজী, মাদক নিয়ন্ত্রন অাইনে ১৪ টি করে মামলা রয়েছে। জানাযায়, সদরের সংসদ নিজাম হাজারি, পুলিশ সুপার জাহাঙ্গীর আলম সরকার, সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকমসহ গুরুত্বপূর্ন ব্যাক্তিদের সাথে ছবি তুলে ফেসবুকে প্রচার করে মাদক ব্যাবসায় সুযোগ নিচ্ছে ওই দুই অস্ত্র ও মাদক সম্রাট। ছবি গুলো মোবাইলে দেখিয়ে থানা পুলিশ থেকে বিশেষ সুবিধা নেয় দুই মাদক সম্রাট।
কিছুদিন আগে ফরহাদের খালাকে ৫শ ইয়াবাসহ সোনাগাজী কলেজ রোড থেকে আটক করেছিল মডেল থানা পুলিশ। থানায় স্বীকারোক্তিতে ওই মহিলা ইয়াবা গুলো ফরহাদের বলে জানিয়েছে। এছাড়া সোনাপুর গ্রামের রিক্সাচালক শাহঅালম নিয়মিত প্রকাশ্যে ওই অঞ্চলে মাদক বিক্রি করছে। নিজাম হাজারি ও ফরহাদের ছবি সংবলিত ওই রিক্সা সোনাপুর অঞ্চলের অাতঙ্ক।
ভিডিওর বিষয়ে ইফতেখার বলেন, ছাত্রলীগ নেতা সাঈদ আনোয়ার তাকে মাদক পল্লীতে নিয়ে যায়।মাদক সেবনকালে ভিডিও তৈরি করে আনোয়ার ফেসবুকে প্রচার করেছে।
ছাত্রলীগ নেতা আনোয়ার বলেন, মাদক সেবন ও ডাকাতিতে বাধা দেয়ায় ওই দুই মাদক সেবি এবং হাইব্রিড নেতা তার বিরুদ্ধে অপপ্রচার করছে।তাদের কারনে পুরো সোনাগাজীতে সংগঠনে গ্রুপিংয়ের সৃষ্টি হয়েছে। সূত্র – হাজারিকা প্রতিদিন

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..