কমলগঞ্জে উন্নয়ন মেলা সম্পন্ন

প্রকাশিত: ৯:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮

কমলগঞ্জে উন্নয়ন মেলা সম্পন্ন

জসিম উদ্দিন,কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জে তিন দিনের উন্নয়ন মেলার শেষ দিনে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্ত মাঝে ৯১ লাখ টাকা ও একটি বাড়ি একটি খামার প্রকল্প এবং সোনালী ব্যাংকের উদ্যোগে ২২ লাখ ২০ হাজার টাকার ঋণ প্রদান করা হয়। শনিবার বিকালে কমলগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে উন্নয়ন মেলার সমাপনি দিনে আনুষ্ঠানিকভাবে এই আর্থিক অনুদান, ঋণ প্রদান  ও ভূমিহীনের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদল হকের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক মোশাহিদ আলীর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামলীগ সভাপতি এম মোসাদ্দেক আহমদ মানিক, প্রভাষক হারুন অর রশীদ ভূইয়া, রহিমপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল হান্নান মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মতলিব তরফদার প্রমুখ।

জানা যায়, প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা হিসাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিতরণ প্রকল্পের আওতায় গত বন্যায় ক্ষতিগ্রস্ত ৩শ’ পরিবারের মাঝে নগদ ৫ হাজার টাকা করে ১৫ লাখ টাকা, গ্রামীন নারীদের কর্ম সংস্থান প্রকল্পের আওতায় ৯০ জন নারীকে ৭৬ লাখ টাকার অনুদান প্রদান করা হয়। এছাড়াও একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় ৭৮ জন সদস্যের মাঝে ৮ লাখ ২০ হাজার টাকার এবং সোনালী ব্যাংক কমলগঞ্জ শাখার মাধ্যমে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে যথাক্রমে ১৪ লাখ টাকার ঋণ প্রদান করা হয়। ১নং রহিমপুর ইউনিয়নের দেওড়া ছড়ার ভূমিহীন আক্কাছ আলী (৬০) এর হাতে ১৫ শতাংশ জমির পর্চা হস্তান্তরের মাধ্যমে তিন দিনের উন্নয়ন মেলার সমাপ্ত হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..