সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০১৮
সিলেট :: সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলায় তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর প্রদর্শনী সম্পন্ন হয়েছে। মেলার সমাপনী দিনে তাদেরও প্রদর্শনী সম্পন্ন করা হয়। উন্নয়ন মেলায় গ্রাসরুটস্ মণিপুরী হস্তশিল্পের চাদর, শাড়ী, ওড়না, গামছা, মাফলা, কসমেটিক্স সহ যাবতীয় পোশাক সামগ্রী বিক্রি করে করেছেন তারা। তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা বলেন, মেলায় আমরা আমাদের উৎপাদিত পণ্য বিক্রয়ের পাশাপাশি দেশের নারী উদ্যোক্তোদের সফলতা ও অগ্রগতি তুলে ধরার চেষ্টা করেছি। আমরা আশা করছি দেশের সকল স্তরের উন্নয়নের সাথে তাল মিলিয়ে তৃণমূল নারী উদ্যোক্তারাও দূর্বার গতীতে এগিয়ে যাবে। তিনি সরকার, প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দদের সার্বিক সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান।
এসময় উপস্থিত ছিলেন, নারী উদ্যোক্তা সেলিনা, আশাপূর্ণা দেবী সহ তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস্) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উলেখ্য, সিলেট নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে তিন দিনব্যাপী চতুর্থ জাতীয় উন্নয়ন মেলা-২০১৮ বৃহস্পতিবার সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ মেলার উদ্বোধন করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd