সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮
জসিম উদ্দিন, কমলগঞ্জ থেকে :: মৌলভীবাজারের কমলগঞ্জে অনুষ্ঠিত হয়েছে অসময়ে গ্রীষ্মকালীন বারী-৪ টমেটো চাষের উপর মাঠ দিবস।
বৃহস্পতিবার সন্ধায় কমলগঞ্জের আদমপুর বাজারে আয়োজিত এ মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীড কোম্পানী লালতীর এর পরিচালক তাজওয়ার এম আউয়াল। আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দাল হোসেন এর সভাপতিত্বে ও লালতীর এর সিলেট বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তীর সঞ্চালনায় বক্তব্যদেন, অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী, কমলগঞ্জ উপসহকারী কৃষি কর্মকর্তা মিলন কান্তি সিংহ, ও এস এ পিপিও বিলাস সিনহা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ভালো বীজে ভালো ফসল এই নীতিতে লালতীর সীড লিমিটেড বেসরকারী খ্যাতে গবেষনা করে গুনগত মানসম্মত বীজ কৃষকের দোরগড়ায় পৌছেদেন। যা কৃষকদের আর্থ সামাজিক উন্নয়ন তথা দেশের পুষ্ঠি চাহিদা পুরণে উল্লেখযোগ্য ভুমিকা পালন করে আসছে।
বিশেষ করে গ্রীষ্মকালে বাজারে টমেটোর ব্যপক চাহিদা রয়েছে এই চাহিদা পুরণে আদমপুরের কৃষকরা বারী-৪ চাষ করে ব্যপক সফলতা অর্জন করেছেন।
এর আগে প্রধান অতিথি ও বিষেশ অতিথিরা আদমপুরের ঘোড়ামারা, তিলকপুরসহ বিভিন্ন গ্রামে সফল চাষিদের মাঠ পরিদর্শন করেন।
এ সময় আদমপুর এস এ পিপিও বিলাস সিনহা বলেন, কমলগঞ্জ উপজেলায় এই অ সময়ে প্রায় ৪০ হেক্টর জমিতে বারী-৪ টমেটো চাষ করে কৃষকরা বেপক সফলতা পেয়েছেন। আগামী শীত মৌসুমে এর চাষের পরিমান অনেকগুনে বেড়ে যাবে। এই সময় তারা প্রতি কেজি টমেটো বিক্রি করছেন ৬০ টাকা আর প্রথম দিকে বিক্রি হয়েছে ৮৫ টাকা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd