সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, অক্টোবর ৭, ২০১৮
স্টাফ রিপোর্টার :: সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার ফটো সাংবাদিক আব্দুল মুমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সিলেট সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এক মানববন্ধন পালনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট সাংবাদিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম সিপার, সাংবাদিক আব্দুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক অনুসন্ধান নিউজ ও সাপ্তাহিক অনুসন্ধান পত্রিকার সম্পাদক ও প্রকাশক ফয়ছল আহমদ সাগর, সাংবাদিক আব্দুল আখাদ, কয়েছ আহমদ, অনুসন্ধান নিউজ ও পত্রিকার ব্যবস্থাপক সম্পাদক নাসীর উদ্দিন, অনুসন্ধান পত্রিকার সহ বার্তা সম্পাদক রাহুল খান, সাংবাদিক হিফজুর রহমান, সাদ্দাম হোসেন, সাজন আহমদ, নুরুল ইসলাম, বিজয় কর্মকার, আব্দুল সালাম প্রমূখ।
সংবাদ সংগ্রহের জের ধরে গত (৩অক্টোবর) বুধবার সিলেট নগরীর আম্বরখা খাসদবীর এলকায় প্রকাশ্যে মাদক, জুয়ার স্বর্গরজ্য গড়ে তোলে। এরই সূত্রধরে ফটো সাংবাদিক মুমিন ওই স্থানে গেলে সন্ত্রসীরা মুমিনের উপর হামলা চালায়।
বক্তারা বলেন, হামলার তিন দিন অতিবাহিত হয়ে গেলও প্রশাসন নিরব ভূমিকা পালন করছে এখন পর্যন্ত কোন আসামীকে গ্রেফতার করেনি পুলিশ।’
তাদের সন্ত্রাসী আচরণের সংবাদ প্রকাশ করায় সাংবাদিকদেরও মারপিঠ করা হয়, হুমকি দেওয়া হয়।’ ছবি তুলতে গিয়ে নির্যাতিত সাংবাদিকের পাশে তাঁরা রয়েছেন উল্লেখ করে বক্তারা বলেন,‘তাদের ভয়ে মানুষ ব্যবসা-বাণিজ্য গুটিয়ে এলাকা ছাড়ছে।’ বক্তারা অবিলম্বে সাংবাদিকের উপর হামলাকারী ওই সন্ত্রসীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
উল্লেখ্য ফটো সাংবাদিক আব্দুল মুমিনের উপর গত (৩অক্টোবর) বুধবার রাত ১১ টার দিকে সংবাদ সংগ্রহের জের দরে খাসদবীর এলাকায় এই হামলা চালানো হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd