সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, অক্টোবর ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল রাখার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেটের নেতাকর্মীরা। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট শাখার শতাধিক নেতাকর্মীরদের উপস্থিতিতে ঘন্টাব্যাপী এ অবরোধ কর্মসুচী পালিত হয়। সোমবার (৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার চন্ডীপুল এলাকায় টায়ার জ্বালিয়ে অবরোধ করে কোটা বহাল রাখার দাবিতে ¯ে¬াগান দেন তারা। এসময় ঢাকা-সিলেট মহাসড়ক তীব্র যানজটের সৃষ্টি হয়। মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সিলেট জেলার সভাপতি সালাউদ্দিন পারভেজ জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটের দক্ষিণ সুরমার চন্ডিপুলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সিলেটের সকল উপজেলায় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করা হয়। তিনি আরো জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচী চলবে। এসময় মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সাধারণ সম্পাদক জবরুল হোসেনের সঞ্চালনায় ও দক্ষিণ সুরমা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মো. সালাউদ্দিনের সভাপতিত্বে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা শহীদ আহমদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সিলেট জেলা শাখার সালাউদ্দিন পারভেজ, মুক্তিযোদ্ধা সন্তান দেবব্রত চৌধরী লিটন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড দক্ষিণ সুরমা জাবেদ আহমদ প্রমুখ। অবরোধ কর্মসূচীতে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জেলা শাখার সহ সভাপতি মো. নাজিমুদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, তোফায়েল আহমদ রাজু, ক্রীড়া সম্পাদক মাহী উদ্দিন রাসেল, যুদ্ধাহত ও শহীদ পরিবার বিষয়ক সম্পাদক আফসাল আহমদ লিপু, দপ্তর সম্পাদক সজিবুল ইসলাম জয় প্রমুখ। এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল জানান, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের নেতাকর্মীরা রাস্তা অবরোধ ঘন্টাব্যাপী কর্মসূচী পালন করে। সেসময় বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে সতর্কাবস্থানে ছিলো।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd