সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে এয়ারপোর্ট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুন্সী সামসুদ্দিন আহমদের সভাপতিত্বে ও জয়তুন ওয়েলফেয়ার ট্রাস্ট্রের নির্বাহী পরিচালক শাহীন আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সঞ্জয় কুমার চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোলা, সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) ইমাম মোহাম্মদ শাদিদ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেটের উপ পরিচালক ময়ল ভূষন চক্রবর্তী, জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্কুটফোর হিমেল রিছিল, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ প্রচারণা কমিটির সদস্য ও গ্রামীণ জনকল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক জামিল চৌধুরী, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মো. মাহবুবুল হক পাহলোয়ান।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করে ১০ম শ্রেণী ছাত্র শাহেদ আহমদ। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহা পরিচালক (অতিরিক্ত সচিব) সঞ্জয় কুমার চৌধুরী উপস্থিত সকলকে মাদকবিরোধী শপথ বাক্য করান।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd