সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক শামসুল হক প্রধান ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেন। তিনি জানান, এবার বিশ্ববিদ্যালয়সহ সিলেট শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান মিলিয়ে মোট ৫৩টি কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ‘এ’ ইউনিটের পরীক্ষা ৩৪টি কেন্দ্রে এবং ‘বি’ ইউনিটের পরীক্ষা ৫৩টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় শৃঙ্খলা কমিটির প্রধান অধ্যাপক রাশেদ তালুকদার ঢাকা ট্রিবিউনকে বলেন, ভর্তি পরীক্ষার সার্বিক নিরাপত্তায় প্রত্যেক কেন্দ্রেই বাড়তি পুলিশ মোতায়েন থাকবে। পরীক্ষার্থীদের আগমন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেতর বিভিন্ন রাজনৈতিক, আঞ্চলিকসহ অন্যান্য সংগঠনের সব ধরনের মিছিল, সমাবেশ, শোভাযাত্রা, ব্যানার ও টেন্ট নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। ভর্তি জালিয়াতি রোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন শক্ত অবস্থানে রয়েছে বলে জানান তিনি।
ভর্তি পরীক্ষার আসন বিন্যাস জানতে যেকোনও মোবাইল অপারেটর থেকে SUSTSEATPLANAdmission Roll লিখে ১৬২৪২ নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এছাড়া ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত জানতে ০১৫৫৫৫৫৫০০১-৪ হটলাইনে যোগাযোগ করে অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.admission.sust.edu/ ) থেকে জানা যাবে।
এদিকে, “এ” ইউনিটের ৬১৩টি আসনের বিপরীতে ২৮ হাজার ৮০৩ জন এবং বি ইউনিটে ৯৯০টি আসনের বিপরীতে ৪৭ হাজার ২৬৫ জন আবেদন করেছেন।
উল্লেখ্য, আগামী ১৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ৯টায় সামাজিক বিজ্ঞান অনুষদভূক্ত ‘এ’ ইউনিট এবং বেলা আড়াইটায় বিজ্ঞান অুনুষদভূক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd