সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০১৮
নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার মাসিক সাধারণ সভা বৃহস্পতিবার (১১ অক্টোবর) রাতে নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হলরুমে অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই সিলেট মহানগর শাখার সভাপতি রোটা. এম. ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হাদী পাবেলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নিসচা’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু।
বক্তব্য রাখেন নিসচা মহানগর শাখার সহ সভাপতি ইমানুর রশিদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, জুম্মান আহমদ, সাদেকুর রহমান চৌধুরী, অর্থ সম্পাদক মিয়া মো. রুস্তম মাসুদ, দুর্ঘটনা অনুসন্ধান সম্পাদক সুহেল চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুন্না, সমাজকল্যাণ সম্পাদক আল-আমিন খান, যুব বিষয়ক সম্পাদক মাসুদুজ্জামান তফাদার মুক্তার, আলবাব মাহমুদ, ইয়াছিন আরাফাত সুমন, আহসান হাবিব, বদরুল ইসলাম, তছির মিয়া, মাছরুল ই কিবরিয়া, সাদেকুর রহমান সুহেল, ইফতেখার হোসেন সুহেল, আজিজ চৌধুরী, জইনুল আমিন, মনির চৌধুরী, আশিক আহমদ প্রমুখ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে নিসচা’র কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম মিশু বলেন, নিরাপদ সড়ক চাই আন্দোলনকে জনগণের দারগোড়ায় পৌঁছে দিতে হবে। আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস সফলভাবে পালন করার জন্য কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীর বাস্তবায়নের লক্ষ্যে নিসচার মহানগর শাখার সকল সদস্যদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। আগামী শনিবার আম্বরখানা পয়েন্টে নিসচা মহানগর শাখার উদ্যোগে ট্রাফিক সচেতনতামূলক কর্মশালায় সকলকে অংশ্রহণ করার আহ্বান জানান।
নিসচার কেন্দ্রীয় চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে স¤প্রতি মালিক-শ্রমিক ঐক্য পরিষদের বিভিন্ন টার্মিনালে অবাঞ্চিত ঘোষণার তীব্র নিন্দা জ্ঞাপন করেন মহানগরের নেতৃবৃন্দ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd