বিশ্বনাথে ২৪টি মন্ডপের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ

প্রকাশিত: ৭:২৫ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮

বিশ্বনাথে ২৪টি মন্ডপের মধ্যে ১৩টি ঝুঁকিপূর্ণ
বিশ্বনাথ প্রতিনিধি :: সনাতন ধর্মালম্বীদের সর্ববৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা প্রতিবছরের ন্যায় এবারেও উৎসবের আমেজ নিয়ে সিলেটের বিশ্বনাথে ২৪টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সার্বজননী ২২টি মন্ডপ ও ব্যক্তিগত ২টি মন্ডপ রয়েছে। পূজা মন্ডপের মধ্যে অধিক ঝুকিপূর্ণ ৪টি আর ঝুঁকি পূর্ণ ৯টি হিসেবে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। সার্বক্ষনিক মাঠে থাকবে মোবাইল টিম। এ উৎসবকে ঘিরে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে শারদীয় দুর্গোৎসব। পূজার ৬দিন বাকি থাকায় মন্ডপগুলোকে শেষ প্রস্তুতির কাজ সেরে নিচ্ছেন সকলেই।
এদিকে, সনাতন ধর্মবলম্বীদের ধর্মীয় প্রধান উৎসব দুর্গাপূজা সফলভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি নেয়া হয়েছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন উপজেলা পূজা উদযাপন পরিষদের সঙ্গে মতবিনিময় সভা করেছে।
পুলিশ প্রশাসনের তালিকা অনুযায়ী অধিক ঝুকিপূর্ণ পূজা মন্ডপগুলো হলো-সার্বজননী উপজেলার দূর্গাবাড়ী দিঘলী মন্ডপ, বৃন্দাবন জিউর আশ্রম বৈরাগী বাজার মন্ডপ, বিশ্বনাথ সদর পুরান বাজার মন্ডপ, কালিবাড়ী কালিগঞ্জ মন্ডপ।
ঝুঁকিপূর্ণ মন্ডপগুলো হলো-একতা যুব সংঘ মন্ডপ দিঘলী, বহুমুখী দিঘলী উত্তর পাড় মন্ডপ, সূর্যদয় সনাতন সংঘ মদনপুর- নোয়ারাই মন্ডপ, চন্দ্রগ্রাম মন্ডপ, সনাতন সংঘ চন্দ্রগ্রাম মন্ডপ, রায়পুর মন্ডপ, চরচন্ডি মন্ডপ, কালিজুরী বাগিছা বাজার মন্ডপ, রামাইচক রামপুর মন্ডপ।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অজিত কুমার পাল বলেন, সার্বজনীন ২২টি ও ব্যক্তিগত ২টি মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে। শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব পূজা পালন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।
থানার ওসি শামসুদ্দোহা পিপিএম বলেন, উপজেলার পূজা মন্ডপগুলোতে পুলিশ মোতায়েন থাকবে। পূজা মন্ডপগুলোতে যারা বিশৃংঙ্খলা সৃষ্টি করা চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানান।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..