সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০১৮
সিলেট :: মৌলভীবাজারের গিয়াস নগর ইউনিয়নের মুহম্মাদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ে শুক্রবার সন্ধানী, সিলেট এমএজি ওসমানী মেডিকেল ইউনিট ও এসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেট এর যৌথ আয়োজনে হেলথ ক্যাম্প ও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম আয়োজন কর হয়।
উক্ত অায়োজনে উপস্থিত ছিলেন ডা. নাহিদা জাফরিন(সহকারী অধ্যাপক, সিওমেকহা), ঢাকা থেকে আগত ডা. শম্পা, ডা. বাপ্পী, ডা. জান্নাত, ডা. মনসুর, ডা. পারভেজ, ডা. শান্তা, ডা. আকলিমা, ডা. জেবা, ডা. সুমিসহ আরো বেশ কয়েকজন চিকিৎসক। এছাড়া এ্যাসোসিয়েশন অব ময়মনসিংহ এক্স-ক্যাডেটের বিভিন্ন সদস্যও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সন্ধানী, সিওমেক ইউনিটের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপদেষ্টা ডা. মুক্তা, ডা. প্রিমা, ডা. শায়লা শারমিন, ইয়াহইয়া এবং বিপ্লব পুরকায়স্থ।
সভাপতি শাহজান আলী, সহ-সভাপতি লুৎফর রহমান মিলন, সাধারণ সম্পাদক সালমা বেগমসহ শাহিদ, শুভ, অাফরিন, মুনিরা এবং শিবলী উপস্থিত ছিলেন।
অায়োজনটিতে প্রায় ১২০০ জন গ্রামবাসী বিনামূল্যে চিকিৎসা ও ওষুধপ্রাপ্তির মাধ্যমে উপকৃত হন। এছাড়াও উক্ত স্কুলের প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
উক্ত অায়োজনটিতে সার্বিক সহায়তায় ছিলেন মুহম্মাদ ইউসুফ উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্বেচ্ছাসেবকদল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd