সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
গোয়াইনঘাট প্রতিনিধি :: সিলেটের গোয়াইনঘাটে শারদীয় দুর্গোৎসব আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন। উপজেলার ৪০টি মণ্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে।
একটি ব্যক্তিগত ও ৩৯টি সার্বজনীন পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীরা তাদের ধর্মীয় যাবতীয় পূজা-অর্চনা করবেন। দুর্গোৎসবকে কেন্দ্র করে ইতিপূর্বে সম্পন্ন হয়েছে প্রতিমার কাজও।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গোয়াইনঘাটের প্রধান উপদেষ্টা বাবু সুভাস চন্দ্র পাল ছানা জানান, সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব পালনের জন্য সব ধরণের প্রস্তুতি শেষ হয়েছে। গোয়াইনঘাটে এবার একটি ব্যক্তিগত এবং ৩৯টি সার্বজনীনসহ ৪০টি মন্দিরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের সাথে একাধিকবার মতবিনিময় সভাসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা আশা করব সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত গোয়াইনঘাটে অতীতের ন্যায় এবারও অব্যাহত থাকবে।
গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল জানান, গোয়াইনঘাটে সবকটি পূজামণ্ডপে পূণ্যার্থীদের সাড়ম্বে দুর্গোৎসব সম্পন্ন করার লক্ষ্যে প্রশাসনের তরফ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। ইতিপূর্বে বেশ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেছি, কোথাও কোন সমস্যা নেই বলে জানিয়েছেন পূজা উদযাপন পরিষদসহ আয়োজকরা।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল জলিল জানান, দুর্গাপূজার সময় সবকটি মণ্ডপে অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা পালনের প্রস্তুতি নেয়া হয়েছে। প্রতিটি মন্দিরে একজন করে পুলিশ, আনসার ও প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd