সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
স্টাফ রিপোর্টার :: বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণ নিলেন সিলেটের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের জন্য তিন দিনব্যাপী (০৯-১১ অক্টোবর ২০১৮) সাংবাদিকতায় বুনিয়াদি প্রশিক্ষণের সমাপন গত বৃহস্প্রতিবার(১১ অক্টোবর) পিআইবি’র সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সমাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার প্রধান সম্পাদক ও ব্যবস্থাপনা পরিচালক আবুল কালাম আজাদ। পিআইবি মহাপরিচালক মো, শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, পিআইবির সিনিয়র প্রশিক্ষক রাফিজা রহমান।
প্রসঙ্গত, প্রশিক্ষণে সিলেটের কর্মরত প্রিন্ট এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সনদপত্র গ্রহণ করেন সাংবাদিক লুৎফুর রহমান, আঙ্গুর মিয়া,বাদশাহ গাজী, আফজালুর রহমান, লিটন আহমদ, আবুল হোসেন, প্রমূখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd