পূজায় নিরাপত্তাজালে সিলেট

প্রকাশিত: ৪:০৩ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮

পূজায় নিরাপত্তাজালে সিলেট

নিজস্ব প্রতিবেদক :: হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গা পূজা শুরু হচ্ছে আগামী সোমবার থেকে। পূজা উপলক্ষে সিলেটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

জানা গেছে, আগামী জাতীয় নির্বাচনের আগে এবারের দুর্গা পূজায় অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করতে পারে কোনোও ষড়যন্ত্রকারী গোষ্ঠী, এমন শঙ্কাকে সামনে রেখে সিলেটে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

পুলিশ সূত্রে জানা গেছে, দুর্গা পূজায় সিলেট জেলা ও মহানগর এলাকার সকল মন্ডপে নজরদারি করা হবে। থাকবে গোয়েন্দা তৎপরতাও। বড় ও গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে সরাসরি নিরাপত্তা ব্যবস্থা প্রদান করা হবে। নাশকতা এড়াতে কঠোর অবস্থানে থাকবে পুলিশ। সন্দেহ হলেই যে কাউকে করা হবে তল্লাশি। এছাড়া নিরাপত্তা নিশ্চিতে পূজা চলাকালে টহলও জোরদার করা হবে।

পূজায় নিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ (এসএমপি) বিশেষ নির্দেশনাও দিয়েছে। পূজা উদযাপন কমিটিকে প্রতিটি মন্ডপে নারী ও পুরুষের জন্য আলাদা প্রবেশপথ রাখা, পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, তল্লাশির জন্য স্বেচ্ছাসেবক নিয়োগ, গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে সিসিটিভি স্থাপন, হ্যান্ড মেটাল ডিটেক্টর রাখা, সন্ধ্যার পূর্বেই প্রতিমা বিসর্জন দেয়াসহ বেশকিছু নির্দেশনা দেয়া হয়েছে পুলিশের পক্ষ থেকে।

প্রতিটি মন্ডপে নিরাপত্তাকর্মী বা স্বেচ্ছাসেবকদের আলাদা পোশাক বা দৃশ্যমান পরিচয়পত্র ও স্বেচ্ছাসেবক লিখিত আর্মডব্যান্ড পরিহিত থাকতে বলেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এবারের দুর্গা পূজায় সিলেটে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সম্প্রতি বৈঠক করা হয়েছে। সে বৈঠকে নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত এবং পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

এদিকে, পূজা মন্ডপে বাড়তি সতর্কতা হিসেবে অগ্নিনির্বাপক যন্ত্র রাখা, পূজা উপলক্ষে কোনোর মেলা, হাউজি, সার্কাস বা জুয়ার আয়োজন না করা, আতশবাজি বা পটকা ফুটানো থেকে বিরত থাকা, উচ্চস্বরে মাইক বা বাদ্যযন্ত্র না বাজানো, নির্দিষ্ট রুটে প্রতিমা বিসর্জন দিতে যাওয়ার কথাও বলা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ আব্দুল ওয়াহাব জানিয়েছেন, পূজায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা দেবে পুলিশ। ম-পগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক নজরদারি থাকবে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..