সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:১০ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০১৮
বিশ্বনাথ প্রতিনিধি :: বিশ্বনাথে এক ট্রাক ড্রাইভারের সঙ্গে সংসদ সদস্যের ঝামেলার খবর পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় বিশ্বনাথ-পনাউল্লা সড়কের জানাইয়া নোয়াগাঁও নামকস্থানে এ ঘটনা ঘটেছে। ঘটনার পর রাত ৮টা ২০ মিনিটে বিশ্বনাথ উপজেলা শহরে সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়ার বিরুদ্ধে ঝাঁড়ু মিছিল করেছে শ্রমিকেরা।
এব্যাপারে উপজেলা জাতীয় পার্টির সাবেক যুগ্ম-আহবায়ক এ.কে.এম. দুলাল বলেছেন, বিশ্বনাথের জানাইয়া নোয়াগাঁও গ্রামের রাস্তায় একটি বড় ট্রাক দাড় করিয়ে রাস্তা ব্লক করে রাখে ড্রাইভার। এসময় সংসদ সদস্য গাড়ি থেকে নেমে রাস্তা ব্লক করার কারণে ড্রাইভারকে ধমক দেন এবং এভাবে রাস্তার ওপর গাড়ি না রাখার জন্য বলেন। এখানে ড্রাইভারকে কেন চড়-থাপ্পড় মারবেন সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী। যারা এমন কথা বলেছেন, তাদের কথা অবান্তর, অসত্য।
ট্রাক ড্রাইভার কামরুল আহমদ সাংবাদিকদের জানান, সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া গাড়ি থেকে নেমে তাকে চড়-থাপ্পড় ও গালিগালাজ করেছেন এবং পুলিশকে দিয়ে ধরিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন।
সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, ছোট রাস্তায় ৯ টনের ট্রাক ঢুকানো বে-আইনী। বড় গাড়িগুলো ঢুকার কারণে রাস্তাগুলো ভেঙ্গে যাচ্ছে। রাস্তাদিয়ে জনগণ চলাফেরা করতে কষ্ট হয়। আজ ছোট রাস্তায় বড় একটি ট্রাক ঢুকে রাস্তা ব্লক করে মানুষের চলাচল বন্ধ করে দেয়। এসময় ড্রাইভারকে আমি ধমক দেই। এখানে ড্রাইভারকে থাপ্পড় কিংবা গালিগালাজ করি নাই।
ঘটনার পর বিষয়টি চাউর হলে নানানভাবে মানুষ মন্তব্য করেন। কেউ বলেছেন, ড্রাইভারকে না মারলে সে এমন কথা বলতো না। আবার কেউ কেউ বলেছেন, একজন সংসদ সদস্যকে গায়েল করতে তাঁর বিরুদ্ধে মিথ্যা রটানো হচ্ছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd