সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮
খেলাধুলা ডেস্ক : সব উদ্বেগ-উৎকণ্ঠাকে পেছনে ফেলে আশা নিয়ে দেশে ফিরেছেন সাকিব আল হাসান। ব্যাথা না থাকলে আগামী এক মাসের মধ্যেই মাঠে নামার আশা তার।
গত রোববার বাংলাদেশ সময় বেলা ১১টা ৫০ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে মেলবোর্ন-সিঙ্গাপুর হয়ে রাজধানীর হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেছেন তিনি।
উল্লেখ্য, হাতের আঙুলের পুরনো ব্যথার তীব্রতা বাড়ায় এবং আঙুলের পুঁজ জমে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে তড়িঘড়ি করেই এশিয়া কাপ শেষ না করে দেশে ফেরেন সাকিব। এরপর গত ৫ অক্টোবর উন্নত চিকিৎসার জন্য অস্ট্রেলিয়ার মেলবোর্নে যান তিনি। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সপ্তাহখানেক হাসপাতালে কাটানোর পর অবশেষে দেশে ফিরলেন সাকিব।
যদিও সেখানের বিশেষজ্ঞরা জানিয়েছেন, আঙুলের ইনফেকশন অনেকটাই ভালোর দিকে। সহসাই আর কোনো সমস্যা না হলে মাস তিনেকের মধ্যেই পরীক্ষামূলকভাবে মাঠে নামতে পারবেন তিনি। তখন তার খেলার সময় ব্যথা অনুভূত না হলে অপারেশন ছাড়াই খেলতে পারবেন সাকিব।
তবে সাকিবের আশা তিনি আগামী এক মাসের মধ্যেই ব্যাট আর বল হাতে নিতে পারবেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd