সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সিলেট জেলা পুলিশের পক্ষ হতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আগামীকাল সোমবার থেকে ১৯ অক্টোবর পর্যন্ত চলবে পূজা। সিলেট জেলার ১১টি থানায় মোট ৪৫৫টি পূজামন্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে ৯৬৩ জন পুলিশ সদস্যের পাশাপাশি ২৫৪৮ জন আনসার সদস্য মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে ব্যাপক সংখ্যক পুলিশ নিয়োজিত থাকবেন বলে জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা জানিয়েছেন।
সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার মো. মনিরুজ্জামান জানিয়েছেন, নিরাপত্তা নিশ্চিত করতে পুরো সিলেট জেলাকে উত্তর ও দক্ষিণ জোনে বিভক্ত কর হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদকে দক্ষিণ জোনে এবং জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমকে উত্তর জোনের তদারকির দায়িত্ব প্রদান করা হয়।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম, গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী, কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সরকার ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মোঃ নজরুল ইসলাম নিজ নিজ সার্কেলের তদারকির দায়িত্ব পালন করবেন।
এছাড়া যে কোন পরিস্থিতিতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল ফোন নম্বরে এবং সিলেট জেলা পুলিশের কন্ট্রোলরুম কিংবা তদারকি কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য সিলেট জেলার পুলিশ সুপার অনুরোধ জানিয়েছেন। কর্মকর্তাদের সরকারী মোবাইল ফোন নাম্বার সংবাদের নিচে সংযুক্ত করে দেয়া হল।
প্রসঙ্গত, গত ১ অক্টোবর জেলা পুলিশ লাইন্সের হলরুমে পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন। ওই সভার মাধ্যমে আইনশৃঙ্খলা সংক্রান্ত নির্দেশনা এবং গৃহিত পদক্ষেপসমূহ তুলে ধরা হয়। এরই ধারাবাহিকতায় ১০ অক্টোবর পূজা নির্বিঘ্ন করতে পুলিশ সদস্যদের মধ্যে দায়িত্ববণ্টন করে দেয়া হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের সরকারী মোবাইল ফোন নাম্বার
অতিরিক্ত পুলিশ সুপার ইমাম মোহাম্মদ শাদিদকে দক্ষিণ জোনে (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৬৮)
এবং জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহবুবুল আলমকে (মোবাইল নং-০১৭৬৯-৬৯০০৩৫) উত্তর জোন।
জকিগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মোস্তাক সরকার (মোবাইল নং- ০১৭১৩-৩৭৪৩৭২),
ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৭১),
গোলাপগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রাশেদুল হক চৌধুরী (মোবাইল নং-০১৭৬৯-৬৯২৯৭৯),
কানাইঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম সরকার (মোবাইল নং-০১৭৬৯-৬৯২৯৭৬) ও গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ মোঃ নজরুল ইসলাম, পিপিএম (মোবাইল নং-০১৭১৩-৩৭৪৩৭০)
থানার অফিসার ইনচার্জের সরকারী মোবাইল নম্বর ওসমানীনগর-০১৭১৩৩৭৪৩৮৭, বিশ্বনাথ-০১৭১৩৩৭৪৩৮৪, ফেঞ্চুগঞ্জ-০১৭১৩৩৭৪৩৮৫, বালাগঞ্জ-০১৭১৩৩৭৪৩৭৬, গোলাপগঞ্জ মডেল-০১৭১৩৩৭৪৩৮৩, বিয়ানীবাজার-০১৭১৩৩৭৪৩৮২, জকিগঞ্জ-০১৭১৩৩৭৪৩৮১, কানাইঘাট ০১৭১৩-৩৭৪৩৭৯, গোয়াইনঘাট-০১৭১৩-৩৭৪৩৭৮, কোম্পানীগঞ্জ-০১৭১৩-৩৭৪৩৮০ ও জৈন্তাপুর মডেল-০১৭১৩-৩৭৪৩৭৭ এবং সিলেট জেলা পুলিশের কন্ট্রোলরুম (ফোন-০৮২১-৭১৮৫৮৫ অথবা ০১৯২৬-৯৯৯৯০০)।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd