সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : নরসিংদীর শেখেরচরে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানায় সোয়াটের অভিযান শেষে দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে শেখেরচরের ভগিরথপুরের ঢাকা-সিলেট মহাসড়ক থেকে দুইশ মিটার দূরে পাঁচতলা ওই বাড়ির পাশাপাশি মাধবদী পৌরসভার ছোট গদাইরচরের সাততলা একটি বাড়ি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর এই অভিযান শুরু হয়।
সব প্রস্তুতি শেষে মঙ্গলবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে শেখেরচরের ‘জঙ্গি আস্তানায়’ শুরু হয় সোয়াটের চূড়ান্ত অভিযান ‘অপারেশন গর্ডিয়ান নট’।
পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম বলেছেন, নিহতদের একজন নারী ও একজন পুরুষ।
তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, বা তাদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
বেশ কিছু সময় গোলাগুলির পর বিকাল ৪টার পর মনিরুল ইসলাম সাংবাদিকদের সামনে এসে দুইজনের লাশ পাওয়ার কথা জানিয়ে বলেন, মাধবদীতে ঘিরে রাখা বাড়িতেও অভিযান চালাবে সোয়াট। সেখানেও একাধিক জঙ্গি রয়েছে বলে পুলিশের কাছে তথ্য আছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd