সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৬:১১ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০১৮
জসিম উদ্দিন, কমলগঞ্জ :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে প্রতিদিন পাচার হচ্ছে সেগুনসহ বিভিন্ন প্রজাতির মূলবান গাছ। গত ৭ দিনে প্রায় ৪ লক্ষাধিক টাকার গাছ পাচারের অভিযোগ উঠেছে। পাচারের এসব ঘটনায় বনবিভাগের অসাধু কর্মকর্তা-কর্মচারীরা জড়িত বলেও গুঞ্জন রয়েছে।
জানা যায়, সংঘবদ্ধ একটি চক্র গত রবিবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানের মুল ফটকের নিকটবর্তী এলাকা থেকে ৬ ফুট বেরের ১টি সেগুন গাছ কেটে নেয়। এরও পূর্বে জাতীয় উদ্যানের ১নং ফটক সংলগ্ন গাড়ি ভাঙ্গা নামক স্থান থেকে একই বেরের অপর একটি মূল্যবান সেগুন গাছ কেটে নেয় চক্রটি। কেটে নেয়া দুটি সেগুনের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা।
স্থানীয়রা জানান, এভাবে প্রতিদিন লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে পাচার হচ্ছে বিভিন্ন প্রজাতির মূল্যবান গাছ। এতে করে বৃক্ষ শুন্য হয়ে পড়ছে জাতীয় উদ্যান। গাছ পাচারের এসব ঘটনার সাথে বনবিভাগের গুটি কয়েক অসাধু কর্মকর্তা-কর্মচারীও জড়িত রয়েছেন।
এ বিষয়ে উদ্যানের বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষক বিভাগের সহকারী বন সংরক্ষক আনিসুর রহমান বলেন, বনবিভাগ কিছু গাছ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd