সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:০১ অপরাহ্ণ, অক্টোবর ১৮, ২০১৮
বিনোদন প্রতিবেদক :: নরসিংদী জেলার মনোহরদীর বগাদীতে অবস্থিত -পার্ক বৈশাখী বেলা লিমিটেড বর্ষপূর্তি উপলক্ষ্যে অল্প সময়ে খ্যাতি অর্জন করা ইউটিউব বয় নায়ক হিরো আলম। তাঁর সাথে বিনোদন দিতে আরও বাংলা চলচিত্র জগতের জনপ্রিয় নায়ক- নায়িকারা (১৮ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধায় কাপালেন পুরো নরসিংদী। পার্কটির নৈসর্গিক সৌন্দর্যের পাশাপাশি চলচিত্র জগতের নায়ক, নায়িকাদের উপস্থিতি বিনোদনে ভিন্ন মাত্রা যোগ করেন। পূজোর ছুটির উপলক্ষ্যে দর্শকদের আকৃষ্ট করতে এমন উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন পার্ক প্রশাসন।
বৃহস্পতিবার পার্কটিতে ছিলেন জনপ্রিয় নায়ক হিরো আলম, রেসি (চিত্র নায়িকা, অভি চিত্র নায়ক, রত্না চিত্র নায়িকা, সময়ের আলোচিত অভিনেতা, চিকন আলী বর্তমান সময়ের সেরা কমেডিয়ান, শোয়েব খান চিত্র নায়ক, বৃষ্টিমণি চিত্র নায়িকা, হাসিব হোসেন খান চিত্র নায়ক, পালকী ফিল্মের আইটেম গার্ল, রশিদ কৌতুক অভিনেতা, জাদুকর মিজান এবং নাচের ড্যান্স গ্রুপ সহ অনেকে । সহযোগিতায় নরসিংদী মাতাতে আসছেন নায়ক-নায়িকারা।
পার্কটির স্বপদ্বষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক হাবিবুর রহমান রঙ্গু জানান, শহুরে সংস্কৃতির সাথে গ্রামীণ সংস্কৃতির মেলবন্ধন তৈরী করতে আমরা বিভিন্ন উৎসব -পার্বণে এমন উদ্যোগ নিয়ে থাকি। যেহেতু এবার আমাদের ১ম বর্ষ পূর্তি অনুষ্ঠান এবং সাথে রয়েছে পূজোর ছুটি, তাই এবারের আয়োজনটা একটু ভিন্ন হয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd