সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: বিজয়া দশমীর আনুষ্ঠানিকতা শেষে সিলেটে প্রতিমা বিসর্জন শুরু হয়েছে। তেল-সিঁদুর পরিয়ে, মুখে মিষ্টি আর পান খাইয়ে মা দুর্গাকে বিদায় জানাতে সিলেটের সুরমা নদীর চাঁদনী ঘাটে এখন হাজারো পুণ্যার্থীর পদভারে মুখরিত।
শুক্রবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জনকে কেন্দ্র করে বিকেল ৪টা থেকে সিলেটের চাঁদনী ঘাটে সনাতন ধর্মাবলম্বীরা ঢাকঢোল বাজিয়ে, সংগীতের মুর্ছনায় নেচে-গেয়ে প্রতিমা বিনিয়ে উপস্থিত হন। একই সঙ্গে আসা ভক্ত, পূজার্থী, দর্শনার্থীসহ বিপুল সংখ্যক পর্যটক ও বিভিন্ন ধর্মের মানুষ বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে শামিল হন।
সিলেট মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানান, সিলেটের চাঁদনীঘাটে মা দুর্গাকে বিসর্জন দেওয়া শুরু হয়েছে। নগরের বিভিন্ন পূজা মণ্ডপ থেকে বিভিন্ন সংগঠনের ব্যানারে ট্রাকবাহী প্রতিমা নিয়ে এসে পূণ্যার্থীরা একে একে প্রতিমা বিসর্জন দিচ্ছেন।
এবার সিলেট জেলা ও মহানগরে ব্যক্তিগত ও সার্বজনীন মিলিয়ে মোট ৫৯১টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাৎসব উদযাপিত হয়েছে। এর মধ্যে সিলেট মহানগরীতে সার্ব্বজনীন ৪৮টি এবং ব্যক্তিগত ১৪টি মন্ডপে দুর্গোৎসব উদযাপিত হয়।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd