সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০১৮
সিলেট :: ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, দুর্নীতিবাজদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা এবং নির্বাচনে ইভিএম ব্যবহার বন্ধ রাখতে হবে। তিনি নতুন নির্বাচন কমিশন গঠন করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার গঠনের পর থেকে সেনা মোতায়েন এবং নির্বাচনের দিন তাদের হাতে বিচারিক ক্ষমতা ও রেডিও, টিভিসহ সকল সরকারী বেসরকারী গণমাধ্যমে সবাইকে সমান সুযোগ দেয়ার দাবি জানান।
শুক্রবার (১৯ অক্টোবর) বাদ জুম’আ সিলেট রেজিষ্টারী মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত দুর্নীতি, দুঃশাসন, সন্ত্রাস ও মাদকমুক্ত রাষ্ট্র প্রতিষ্ঠায় গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে অনুষ্ঠিত জনসভায় প্রধার অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরো বলেন, দেশ আজ ভয়াবহ পরিস্থিতিতে উপনিত হয়েছে। গেল ১০ বছরে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি। নির্বাচন কমিশন এবং প্রশাসন কেউই নিরপেক্ষ ভূমিকা পালন করেনি। মানুষ এখন আর তামাশার নির্বাচন মানবে না। সংসদ ভেঙ্গে ৯০ দিনের মধ্যে একটি দল নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় দেশবাসী। তাই অনতিবিলম্বে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে দেশবাসীর ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকারের প্রতি আহŸান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাইর রহমান বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সংগঠন। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরী হলে ইসলামী আন্দোলন ৩০০ আসনেই হাতপাখা প্রতীকে প্রার্থী দিবে ইনশা আল্লাহ। ক্ষমতায় গেলে ইসলামী আন্দোলন দেশে ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করবে। দুর্নীতি, মাদক উৎখাত করবে। বাংলাদেশকে উন্নতি, অগ্রগতি এবং সমৃদ্ধির মাধ্যমে বিশ্বে একটি উন্নত ও মডেল কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সুদ, ঘুষ ও অপচয় বন্ধ করা হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-১ আসনের এ.পি পদপ্রার্থী মাওলানা রেদওয়ানুল হক্ব চৌধুরী রাজু এর সভাপতিত্বে ও মহানগর সেক্রেটারী মাওলানা মাহমুদুল হাসান এবং জেলা সেক্রেটারী মাওলানা ইমাদ উদ্দিন এর যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন খান, ইশা ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় সহ সভাপতি শেখ মুহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট জেলা সভাপতি মাওলানা সাইদ আহমদ, জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সিলেট-২ আসনের এ.পি পদপ্রার্থী মাওলানা আমীর উদ্দিন, সিলেট-৩ আসনের এ.পি পদপ্রার্থী এম.এ মতিন বাদশা, সিলেট-৪ আসনের এ.পি পদপ্রার্থী মাওলানা আসআদ উদ্দিন, সিলেট-৫ আসনের এ.পি পদপ্রার্থী মুহাম্মদ নূরুল আমীন, সিলেট-৬ আসনের এ.পি পদপ্রার্থী মুহাম্মদ আজমল হোসেন, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জাতীয় শিক্ষক ফোরাম সিলেট জেলা আহবায়ক মাওলানা আব্বাস উদ্দিন, ইসলামী শ্রমিক আন্দোলন সিলেট জেলা সভাপতি ফজলুল হক্ব, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মুহাম্মদ শিহাব উদ্দিন, জেলা সভাপতি আবু তাহের মিসবাহ, সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির চৌধুরী রাকিব, নগর সাধারণ সম্পাদক ইসমাইল আহমদ সহ প্রমুখ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd