ছাতক প্রতিনিধি :: ছাতকে বিএনপির ৬ নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের তাজপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গোবিন্দগঞ্জে বিএনপির একটি সভা থেকে ফেরার পথে পুলিশের হাতে গ্রেফতার হন ছাতক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কবির আহমদ মধু, বিএনপি নেতা ইয়াকুব আলী মাষ্টার, রহমত আলী, আব্দুল্লাহ আল মামুন, রুকন আহমদ ও ইমরান মিয়া। ছাতক থানার ওসি(অপারেশন) কাজী গোলাম মোস্তফা ৬ জন গ্রেফতারের কথা স্বীকার করে জানান, নাশকতা সৃষ্টির আশংকায় তাদের গ্রেফতার করা হয়। এদিকে বিএনপির নেতা-কর্মীদের গ্রেফতারের ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমদ, সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, ছাতক পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আবু হুরায়রা ছুরতসহ নেতৃবৃন্দ।
Sharing is caring!