আবু তাহের,ছাতক :: ছাতকে সিলেট-সুনামগঞ্জ মহাসড়কে বুকারভাংঙ্গা পয়েন্টে সিএনজির ধাক্কায় এক বৃদ্ধ মহিলা আহত (৫৫) হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত মহিলা ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের মায়ের কুল গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, সকাল সাড়ে ১১টার দিকে বৃদ্ধ মহিলা গোবিন্দগঞ্জ যাওয়ার জন্য সড়কের পাশে ধারিয়ে থাকা অবস্থায় জাউয়াগামী একটি সিএনজি অপর আরেকটি সিএনজি কে ওভারটিক করে সামন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মহিলা গুরুত্বর আহত হন,পড়ে স্থানীয়রা কৈতক মেডিকেলে নিয়া যান।
Sharing is caring!