সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৪৩ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
বিনোদন প্রতিবেদক :: সিলেটের নিত্য নতুন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী মনিমুক্তা। তিনি সিলেটে ইতিমধ্যে গানের মডেল ও নাটকে অভিনয় করে অনেক জনপ্রিয়তা অর্জন করেছেন এই তরুণ অভিনেত্রী। সম্প্রতি মনিমুক্তা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক নিয়ে বিব্রতকর অবস্থায় পড়েছেন। তার নামে সার্চ করলে কয়েকটি ফেক আইডি খুঁজে পাওয়া যায়। কিন্তু মনিমুক্তা জানালেন, সবগুলো আইডি ফেক। এগুলোর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই।
তিনি বলেন, ‘আমার নিজস্ব একটি ফেসবুক আইডি আছে, তবে সেটি “মনিমুক্তা মুন্নি ওয়াই”(Monimukta Munny)। কিন্তু একিই নাম দিয়ে আরও নামের শেষের শব্দ আই ও আমার নিজস্ব আইডি থেকে ছবি নিয়ে অনেক ফেক আইডি করেছেন। এসকল ফেক আইডি থেকে খারাপ ছবি ও বাজে এসএ এমস করে কেবাকারা আমার মানহানী করছেন। মনিমুক্তা বলেন আমার পরিচিত মানুষ এবং কয়েকজন সাংবাদিক আছে আমার নিজস্ব আইডিতে। তাও আবার সীমিত। কিন্তু আমি খেয়াল করলাম আমার নামে অনেক ভুয়া আইডির ছড়াছড়ি। সেসব আইডি থেকে বিভিন্ন ছবি এবং স্ট্যাটাস পোস্ট করা হয়। অধিকাংশ পোস্ট বিভ্রান্তিকর, আবার কোনোটা উস্কানিমূলক। যেটা দেখে আমি খুব মর্মাহত হয়েছি।’
ভুয়া আইডিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রসঙ্গে মনিমুক্তা বলেন, ‘আগামীকাল আমি একটি জিডি করে রাখবো। যেন ভবিষ্যতে এসব আইডি থেকে কোনো বাজে পোস্ট আসলে তার দায় আমার উপর না বর্তায়। তাছাড়া আমি অনুরোধ করবো যারা আমার নামে এইসব ফেক আইডি ব্যবহার করে তারা যেন আইডিগুলো রিমুভ করে নেন। কারণ কারো অনুমতি ছাড়া অন্যের নামে ফেসবুক ইউজ করা একেবারেই অন্যায়।’
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd