সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২০, ২০১৮
রূদ্র বিজয় :: লিখতে জানেনা দু’লাইন অথচ প্রেস ফিতা গলায় ঝুলিয়ে দাপিয়ে বেড়ায় পুরো এলাকা এরাই নাকি সাংবাদিক? অসাধু এমন কিছু ভুয়া সাংবাদিকের অত্যাচারে অতিষ্ঠ সিলেটবাসী। জাতির বিবেক বলে যাদেরকে মর্যাদা দেয়া হয়, তারা যদি বিবেক বর্জিত ও সংবাদপত্রের নীতিমালা বহির্ভূত কর্মকান্ডের সাথে জড়িত হয় তাদেরকে সমাজ কি মর্যাদায় দেখবে?
এসব নীতিমালা বহির্ভূত কর্মকান্ডের সাথে জড়িত সাংবাদিকরাই বর্তমানে সিলেট নগরীর ফুটপাতের ভাসমান দোকানসহ বিভিন্ন প্রতিষ্ঠানকে জিম্মিকরে প্রতিদিন চাঁদা তুলছে। এমনকি চাঁদা না দিলে তাদেরকে হুমকি পর্যন্ত প্রদর্শন করছে।
অনুসন্ধান প্রতিবেদন তৈরীতে গেলে জানা যায়, এসব সাংবাদিকদের মধ্যে অনেকেই আবার ফুটপাতে নিজস্ব নিয়ন্ত্রনে দোকান বসিয়ে নিয়মিতভাবে চালিয়ে যাচ্ছে অবৈধ ব্যবসা। এসব সাংবাদিকরা নিজেদের পাছার দুর্গন্ধ টের পায়না, শুধু অন্যের দোষ খোজার চেষ্টায় থাকে সর্বদা। শুধু তাই নয়, এরা নিরীহ মানুষদের পিছনে লেগে থাকে তাদেরকে নিঃস্ব করার জন্য।
সংবাদপত্রের নীতিমালা বহির্ভূত কর্মকান্ডের সাথে জড়িত এসব সাংবাদিক দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাসহ বিভিন্ন স্যাটেলাইট চ্যানেলের নাম ভাঙিয়ে বিভিন্ন প্রতিষ্টান থেকে চাঁদাবাজি করছে। এসব সাংবাদিকদের কাজ থাকে রাতে, দিনে নয়। রাতের আধারে এরা মোটরসাইকেল নিয়ে নগরীর বিভিন্ন পয়েন্টে দাপিয়ে বেড়ায়। ট্রাক, মোটরসাইকেল আটকিয়ে তাদের থেকে টাকা আদায়ের অভিযোগও রয়েছে এসব সাংবাদিকদের নামে। এদের কারনেই আজ জাতির বিবেক ধ্বংস হতে চলেছে।
স্থানীয় প্রশাসন উল্লেখিত বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন এমনটি আশা করছেন স্থানীয় সচেতন মহল।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd