জৈন্তাপুরে গ্যাস সিলিন্ডার কারাখানা সিলগালা ৫০ হাজার টাকা জরিমানা

প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

জৈন্তাপুর প্রতিনিধি :: সিলেটের জৈন্তাপুরে পল্লী এলাকায় অবৈধ গ্যাস সিলিন্ডার কারখানা সিলগালা করেছে ভ্রাম্যমান আদালত। অবৈধ ভাবে গ্যাস রিফিলিংয়ের দায়ে কারখানার মালিক ফজর আলীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে আদালত।

জানা যায় জাফলং মামার বাজারের ব্যবসায়ী মেসার্স সাদিয়া এন্টারপ্রাইজ এর মালিক জৈন্তাপুর উপজেলার বিরাইমারা গ্রামের আব্দুল মালিক উরফে ঠাডা মালিকের ছেলে ফজর আলী (৪৫) দীর্ঘদিন গ্যাস, চুলা, সিলিন্ডার এর ব্যবসা পরিচালনা করে আসছে। বিগত প্রায় ৪মাস যাবৎ জৈন্তাপুর উপজেলার রাংপানি এলাকার নির্জন পল্লীর সিলেট তামাবিল মহাসড়কের পরিত্যাক্ত জায়গা দখল করে একটি গ্যাস রিফিলিং কারখানা চালু করে।

সিলেট শহর হতে গ্যাস সিলিন্ডার সংগ্রহ করে কারখানায় নিয়ে আসে। কারখানায় বসে ১২কেজির সিলিন্ডার হতে গ্যাস রিফিলিং করে ৬কেজিতে রুপান্তর করে আসছে। সিলিন্ডার গুলো জাফলং এলাকার বিষেশ করে শ্রমিক অধ্যুষিত এলাকা জাফলং মামার বাজার, বল্লাঘাট, সোনাটিলা, নয়াবস্তি সহ আস-পাশ এলাকায় সরবরাহ করে আসছে। গত ২১ অক্টোবর রবিবার বিকাল ৩টায় সহকারি কমিশনার(ভূমি) মুনতাসির হাসান পলাশ গোপন সংবাদের ভিত্তিত্বে ফোর্স নিয়ে উপস্থিত হয়ে কারখানাটি দেখতে পায়। ঘরে রক্ষিত নিরাপত্তা বিহীন অবস্থায় অসাধূ ব্যবসায়ী ফজর আলী গ্যাস রিফিলিং এর কার্যক্রম দেখেতে পায়। এসব নতুন-পুরাতন ১৩৬টি গ্যাস সিলিন্ডার জব্দ করে থানায় নিয়ে যায় এবং ফজর আলীকে ভ্রাম্যমান আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে আসেন।

২২ অক্টোবর সোমবার সকাল ১১টায় জৈন্তাপুর উপজেলা ভ্রাম্যমান আদালতে হাজির হয়ে ফজর আলী নিজের অপরাধের কথা স্বীকার করলে ভ্রাম্যমান আদালত সিলিন্ডার কারখানাটি সিলগালা করে দিয়ে এবং ফজর আলীকে নগদ ৫০হাজার টাকা জরিমানা করে।

এ বিষয়ে জৈন্তাপুর নির্বাহী ম্যাজিষ্ট্যাট ও সহকারী কমিশনার ভূমি জানান গোপন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে ১৩৬টি সিলিন্ডার জব্দ করি। তার অপরাধ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ফজর আলীকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করে এবং মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..