রোববার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউউ মিলনায়তনে সংগঠনের তৃতীয় জাতীয় সম্মেলনে ৩৩ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়। সোমবার সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
দেশের নারী সাংবাদিকদের প্রতিনিধিত্বকারী এই সংগঠনের দ্বিতীয় জাতীয় সম্মেলন হয়েছিল ২০০৭ সালের মার্চে।
সহ-সভাপতি পদে এবার গত কমিটির দিল মনোয়ারা মনুর সঙ্গী হয়েছেন পারভীন এফ চৌধুরী এবং আগের কমিটির সদস্য আশা মেহরিন আমিন।
কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আখতার জাহান মালিক। যুগ্ম সম্পাদক পদে গত কমিটির সহ-সাধারণ সম্পাদক অদিতি রহমানের সঙ্গে নির্বাচিত হয়েছেন মুনিমা সুলতানা ও লতিফা আনসারি রুনা। সাংগঠনিক সম্পাদক হয়েছেন শাহনাজ সিদ্দীক সোমা।
নতুন কমিটিতে প্রচার সম্পাদক পদে মুশফিকা নাজনীন, সাংস্কৃতিক সম্পাদক পদে সেলিনা শিউলী, আন্তর্জাতিক সম্পাদক পদে নাদিয়া শারমিন, প্রযুক্তিবিষয়ক সম্পাদক পদে নাজনীন নাহার, দপ্তর সম্পাদক পদে দিলরুবা খান, প্রকাশনা সম্পাদক পদে শরিফা বুলবুল, প্রশিক্ষণ সম্পাদক পদে নাসরিন শওকত, সমাজ কল্যাণ সম্পাদক পদে ঝর্ণা মনি এবং ক্রীড়া সম্পাদক সেবিকা দেবনাথ নির্বাচিত হয়েছেন।
এছাড়া কার্যকরী কমিটির সদস্য পদে নির্বাচিত হয়েছেন বিলকিস আখতার সুমি,শাহনাজ শারমিন, ফারজানা রূপা, রোজিনা ইসলাম, শাকিলা জেসমিন, সাজু রহমান, জান্নাতুল বাকেয়া কেকা, শাহনাজ পারভীন এলিস, শাহনাজ পলি, জান্নাতুল ফেরদৌস এনা, জান্নাতুল ফেরদৌস পান্না, ডেইজী মওদুদ, ইয়াসমিন রীমা ও লাইলি বেগম।