সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৭:৫৮ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : সিলেট সদর উপজেলা ৬নং টুকের বাজার ইউনিয়নের নোয়া খুরুম খলা গ্রাম ভুমি রক্ষার দাবীতে রোববার সকাল ১২টায় নিজ জমির উপর অনশন কর্মসূচি করেন তজমুল উল্লাহ ও স্ত্রী খাতুন বিবিসহ তাঁর পরিবারের সদস্যরা। এসময় খাতুন বিবি অনশন অবস্থায় অজ্ঞান হয়ে পরেন। তখন ঘটনার খবর ইউপি সদস্য মো: হাফিজ ও এলাকার মুরব্বীগণ এগিয়ে আসেন।
বেলা দুইটার দিকে এলাকার ইউপি সদস্য মো: হাফিজ দ্রæত সমস্যা সমাধানের আশ্বাস দিলে তাঁরা অনশন ভঙ্গ করেন। তবে এ সময় এলাবার বিশিষ্ট মুরব্বী তমজিদ মিয়াসহ অন্যান্য মুরব্বী গণের আশ্বাসে তজমুল উল্লাহও খাতুন বিবি সহ তাঁর পরিবারের সদস্যরা ঘরে ফিরেন বলেন জানা যায়।
এ আগে তজমুল উল্লাহ ও স্ত্রী খাতুন বিবি জানান লিলু মিয়া নামে একজন ব্যাক্তি আমারা স্বামীকে স্বাক্ষী দেওয়ার কথা বলে ১৯৯১ সালে ১১মে খুরুমখলা শাহপুর মৌজা খতিয়ানের ৪২৮ ঘর দাগ নাম্বার ৩৫৫, জেল নং ৮২ দাগের চাঁর শতক জমি লিলু মিয়ার নামে ভুমি লিখে নেন বলে তিনি জানান। খাতুন বিবি আরও জানান যে আমার স্বামী এক জন্য সহজ সরল এবং বাক প্রতিবন্দী লোক বটে। তাহার সরলতা সুযোগ পেয়ে লিলু মিয়ার তাহার নামে ভুমি লিখে নিয়েছে বলে আমার পরিবারের দাবী। কিন্তু এ বিষয় এলাকার মুরব্বী ও সাবেক চেয়ারম্যান সহ কয়েক দফা বিচার শালীশ হয়। বিচারে লিলু মিয়ার ভুমি ফিরত দিতে বলে শিকার করেন বিচার শালীশে কিন্তু তাহা দিতে এখন অশ্চিক্ষার করেন লিলু মিয়া। গত ২০ শে অক্টোম্বর শনিবার সকালে ভুমি দখলের চেষ্টার করে লিলু মিয়া ও তাহার একদল সন্ত্রাসী বাহিনী দ্বারা। কিন্তু দখল করতে পারেনি লিলু মিয়া। এসময় এলাকার মুরব্বীরা এগিয়ে আসলে লিলু মিয়া ও সন্ত্রাসীরা পালিয়ে যায়।
এলাকার বিশিষ্ট মুরব্বী তমজিদ মিয়া জানান যে এই ভুমি নিয়ে এলাকায় কয়েক দফা বিচার শালিশ হয়েছে এবং ভুমি ফিরত দেওয়ার জন্য লিলু মিয়া বিচারে বন্ড সই দিয়ে উভয় পক্ষের স্বাক্ষর নিয়ে বিচারে মাধ্যেমে বিষয়টি মিমাংসা করে দেওয়া হবে বলে জানান। তিনি আরও বলেন খাতুন বিবি এ বিষয় বিচারের সভাপতির জমসিদ মিয়ার কাছে ২০ হাজার টাকা জমা দেওয়া হয়েছে । এর মধ্যে লিলু মিয়া ভুমি দখল করা চেষ্টা করছে।
এব্যাপারে লিলু মিয়া সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান যে, আমি গত ৩০ বছর আগেই তজমুল উল্লাহ কাছে থেকে ১০ হাজার টাকার বিনিময় ভুমি ক্রয় করি। আমি বিচার কি তাহা বুঝি না। স্বাক্ষী দেওয়ার কথা বলে ভুমি ক্রয় করে নিয়ে বলে বাক প্রতিবন্দী তজমুল উল্লাহ স্ত্রী খাতুন বিবি দাবী করেন এটা সম্পন্ন মিথ্যা।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd