সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১১:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮
ক্রাইম সিলেট ডেস্ক : অবশেষে জাতীয় ঐক্যফ্রন্টকে ২৪ অক্টোবর সিলেটে সমাবেশ করার অনুমতি দিয়েছে মহানগর পুলিশ। ২৪ অক্টোবর বিকেলে সিলেট রেজিস্টারি মাঠে সমাবেশের অনুমতির সাথে ১৪টি শর্ত জুড়ে দেয় পুলিশ।
সিলেট মহানগর পুলিশের নগর বিশেষ শাখার উপ কমিশনার কামরুল ইসলাম স্বাক্ষরিত এই অনুমতিপত্রে ১৪টি শর্তের কথা জানানো হয়।
শর্তগুলো হলো-
অনুষ্ঠানস্থলে পর্যাপ্ত সংখ্যক নারী ও পুরুষ স্বেচ্ছাসেবক রাখতে হবে।
রাষ্ট্রবিরোধী কোনোধরণের বক্তব্য বা বিবৃতি দেওয়া যাবে না।
সামাজিক সম্প্রীতি নষ্ট করে কিংবা ধর্মীয় অনুভূতি বা মূল্যবোধের উপর আঘাত হানে এ ধরণের কোনো বক্তব্য বা বিবৃতি প্রদান বা কোনো ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না।
জণসাধারণের চলাচলের রাস্তায় কোনো প্রকার প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।
নির্ধারিত স্থানে নির্ধারিত সময়ের (২টা থেকে ৫টা) মধ্যে কর্মসূচী শেষ করতে হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে জনগনের জানমালের ক্ষয়ক্ষতি করার আশঙ্কা সৃষ্টি করে এমন বক্তব্য প্রদান করা যাবে না বা এরূপ কথা সম্বলিত ব্যানার, ফেস্টুন, প্ল্যাকার্ড প্রদর্শন করা যাবে না।
মাইক/শব্দযন্ত্র ব্যবহারের ফলৈ আশপাশের জনগনের যাতে কোনো অসুবিধা না হয় তা নিশ্চিত করতে হবে।
ব্যাগ, সিগারেট, দিয়াশলাই, লাইটার ইত্যাদি নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না।
কোনো ধরণের লাঠিসোঠা, ধারালো অস্ত্র বা লাঠিযুক্ত ব্যানার ফেস্টুন ইত্যাদি বহন করা যাবে না।
কোনো ধরণের বৈধ অস্ত্র সঙ্গে আনা/বহন করা যাবে না।
সুরমা পয়েন্ট হতে তালতলা পয়েন্ট পর্যন্ত রাস্তার উভয় পাশে কোনো গাড়ি পার্কিং করা যাবে না।
অনুষ্ঠানস্থলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটলে আয়োজনকারী কর্তৃপক্ষ দায়ী থাকবেন।
উল্লেখিত শর্তাবলির যেকোনো একটি আ একাধিক লঙ্ঘন/অমান্য করা হলে সংশ্লিস্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
কর্তৃপক্ষ কোনো কারণদর্শানো ব্যতিরেকে উক্ত অনুমতি আদেশ বাতিল করার ক্ষমতা সংরক্ষণ করেন।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd