গোয়াইনঘাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ২:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০১৮

গোয়াইনঘাটে নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

গোয়াইনঘাট প্রতিনিধি :: সারা দেশের ন্যায় সিলেটের গোয়াইনঘাটেও জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ উদযাপন উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় উপজেলা প্রসাশনের আয়োজনে এবং ইউএনও বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে বর্ণাড্য আয়োজনে র‌্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু করে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা শহীদ মিনার প্রাঙ্গনে এসে মিলিত হয়।

দুপুর ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্টিত হয়। এতে সড়ক নিরাপদ রাখার জন্য সমাজের সকল শ্রেণী পেশাজীবি মানুষকে সচেতনতার পশাপাশি অননুমোদিত ও ত্রæটিপূর্ণ যানবাহন,লাইসেন্সবিহীন ও অনভিঞ্জ,অপ্রাপ্ত ড্রাইভার যেমন দূর্ঘটনার জন্য দায়ী। তেমনিভাবে দায়ী পথচারী এবং যাত্রীসাধারণের অসচেতনাতা। সকল প্রকার অসাবধানতা সমাজের সকল শ্রেণী পেশাজীবি মিলে আনতে হবে পরিবর্তন। তাই নিজেদের পাশাপাশি অন্যদের বদলাতে সহায়তা করলে সড়ক থাকবে পরিপূর্ণ নিরাদ এবং সকল প্রকার দূর্ঘটনা থেকে বাচঁবে প্রান।

সভায় উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিত কুমার পাল’র সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ নেতা সুভাস চন্দ্র পাল ছানা,সোনালী ব্যাংকের ম্যানেজার মতিলাল মালাকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান,গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো.আলী হোসেন,সিলেট জেলা ট্রাক মালিক গ্রæপের গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি মোঃ লুৎফুর রহমান,সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়ন গোয়াইনঘাট উপজেলা শাখার সভাপতি জমছিদ আলী কালা,সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন, জাফলং আঞ্চলিক শাখার সভাপতি ফয়জুল ইসলাম খান,সম্পাদক আব্দুর রহিম প্রমূখ। উল্লেখ্য র‌্যালী ও আলোচনা সভায় বিভিন্ন সামাজিক,রাজনৈতিক,ব্যবসায়ী এবং পরিবহন শ্রমিক সংঘঠনের নেতৃবৃন্ধরা উপস্থিত ছিলেন।

ক্যাপশনঃ- গোয়াইনঘাটে নিরাপদ সড়ক দিবস ২০১৮ উপলক্ষে অনুষ্ঠিত র‌্যালী ।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

October 2018
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ খবর

………………………..