সিলেট ৩০শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ | ২৬শে রবিউস সানি, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ, অক্টোবর ২৩, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: সিলেটের রেজিস্ট্রারি মাঠে জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশে যোগ দিতে সিলেট পৌঁছেছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। মঙ্গলবার(২৩ অক্টোবর)বিকাল ৫টা ৪০মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে সিলেট আসেন জাতীয় ঐক্যফ্রন্টের কেস্দ্রীয় নেতৃবৃন্দ।
সিলেট বিএনপি সুত্রে জানা গেছে, নেতাকর্মীদের আত্মবিশ্বাস বাড়াতে জাতীয় ঐক্যফ্রন্টের বিভাগীয় সমাবেশ অনুষ্টিত হবে। সমাবেশে অংশ নিতে আজ বিকেলে সিলেটে পৌঁছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, মোহাম্মদ শাহজাহান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যফ্রন্ট নেতা সুলতান মোহাম্মদ মনসুরসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। এছাড়াও সমাবেশে উপস্থিত থাকবেন সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ।
মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বখত সাদেক জানান, আজ বিকাল ৫টা ৪০মিনিটে বিমানের একটি ফ্লাইটে গণফোরামের সভাপতি ড. কামাল হোসেনসহ অন্যান্য কেন্দ্রীয় নেতা সিলেট এসে পৌঁছান। তারা রাতে নগরীর হোটেল রোজভিউ এ রাত্রীযাপন করবেন বলে জানিয়েছেন আজমল বখত সাদেক।
বিএনপি সুত্রে জানা গেছে, বুধবার দুপুর ২টায় নগরীর রেজিষ্ট্রারী মাঠে এ সমাবেশ অনুষ্টিত হবে। এ ব্যাপারে ইতিমধ্যে প্রশাসনকে অবহিত করা হয়েছে। রেজিস্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দিয়েছে প্রশাসন।
সিলেট প্রশাসন সুত্রে জানা গেছে, বিএনপির রেজিষ্ট্রারী মাঠে সমাবেশের বিষয়ে অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশৃংখলা সৃষ্টির চেষ্টা করা হলে প্রশাসন তা প্রতিহত করবে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd