আবু তাহের,ছাতক :: আইন-শৃংখলা নিয়ন্ত্রনে নৈপুণ্য ও সর্বোচ্চ মাদকদ্রব্য উদ্ধারে নেতৃত্ব প্রদান এবং দিক নির্দেশনার স্বীকৃতি স্বরূপ সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসাবে সম্মাননা স্মারক ও সনদপত্র পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান।
সোমবার সুনামগঞ্জ জেলার পুলিশ লাইনে অনুষ্ঠিত মাসিক অপরাধ ও কল্যাণ সভায় পুলিশ সুপার বরকতুল্লাহ খান এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন। এসময় সুনামগঞ্জ জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এই অর্জন আমার একার নয়, থানার অন্যান্য অফিসার ফোর্স আন্তরিকভাবে কাজ করার জন্যই তা সম্ভব হয়েছে। এজন্য তিনি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
Sharing is caring!