সিলেট ৩০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ | ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০১৮
সিলেট :: ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সদস্য ও দৈনিক সিলেটের ডাকের ফটো সাংবাদিক জাবেদ আহমদ এর উপর নগরীর উপশহরে সন্ত্রাসী হামলার জন্য তীব্র নিন্দা-প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাব। গতকাল শুক্রবার এক বিজ্ঞপ্তিতে সিলেট বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দরা জানান, দেশে আজ সাংবাদিকরাও নিরাপদ নয়। পেশাগত দ্বায়িত্ব পালনে গিয়েও তারা বার বার নির্যাতনের শিকার হচ্ছে। তেমনই সিলেটের উপশহরের পেশাগত দায়িত্ব পালনকালে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক জাবেদ আহমদ। এই হামলা ঘটনায় জড়িত সকল সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দ্রুত শাস্তির দাবি জনাচ্ছি।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকালে সিলেট নগরীর তিব্বিয়া কলেজের সামনে নিজ দলের ক্যাডারদের ছুরিকাঘাতে খুন হন সীমান্তিক স্কুলের নবম শ্রেণীর ছাত্র ও ছাত্রলীগ কর্মী হোসাইন আল জিহাদ। তার খুনের প্রতিবাদে সন্ধ্যায় নগরীর উপশহর, মেন্দিভাগ ও সোবহানীঘাট এলাকায় নানা ধরণের অস্ত্র নিয়ে গাড়ি ও দোকানপাট ভাংচুর করে সিলেট ছাত্রলীগের সুমন গ্রুপের নেতাকর্মীরা। এ সময় পেশাগত দ্বায়িত্ব পালন করতে গেলে সাংবাদিক জাবেদ আহমদকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত আহত করা হয়।-বিজ্ঞপ্তি
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd