বিশ্বনাথ প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে দেহব্যবসা ও মাদকসহ অশ্লীল কর্মকান্ড থেকে বাঁচতে চায় একটি গ্রাম। গতকাল মঙ্গলবার উপজেলার দূর্যাকাপন গ্রামবাসি দেহব্যবসা ও মাদকসহ অশ্লীল কর্মকান্ড থেকে বাঁচতে চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবওে একটি লিখিত অভিযোগ করেন। এতে উপজেলার দৌলতপুর ইউনিয়নের দুর্যাকাপন গ্রামের ১শত ২৯জন বাসিন্দার স্বাক্ষর রয়েছে।
লিখিত অভিযোগে প্রকাশ: প্রায় একবছর ধরে দুর্যাকাপন গ্রামের মৃত আলী হায়দারের পুত্র আবুল বশর তুহিন ও তার স্ত্রী ছমিরুন নেছা দেহব্যবসা, ইয়াবা, মদ, গাঁজা ও হেরোইন বিক্রি করে আসছে। ফলে এলাকার যুবসমাজ মাদকের দিকে অগ্রসর হচ্ছে। এতে যুবসমাজ দিন দিন মারাত্বকভাবে ধ্বংসের পথে ধাবিত হতে চলেছে।
এবিষয়ে তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও উল্টো গ্রামবাসীর সাথে খারাপ আচরণ করে থাকে মাদক বিক্রেতারা। গ্রামবাসী এই মাদক ব্যবসায়ীর হাত থেকে বাঁতে ইউএনও’র হস্তক্ষেপ কামনা করেন। সেই সাথে তারা থানা পুলিশকেও অবগতি করেছেন বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
Sharing is caring!