সিলেট ১২ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১২:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০১৮
সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের আওয়ামীলীগ ও বিএনপির সাবেক দুই চেয়ারম্যানের মধ্যে মাছ কেনা নিয়ে কথা কাটাকাটির জেরে দুই দলের সমর্থকদের সংঘর্ষে ২০জন আহত হয়েছেন। সোমবার(১৯,১১,১৮ইং)রাত ৮টায় সংঘর্ষের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক ভাবে আহতদের পরিচয় পাওয়া যায় নি।
স্থানীয় সূত্রে জানা যায়,সোমবার সন্ধ্যাপর উপজেলার নরসিংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শামছুল হক নমু মিয়ার সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল হান্নান ভূঁইয়ার সাথে বালিউড়া বাজারে মাছ কেনা কথা কাটকাটি হয়।
এরই জের ধরে উভয় পক্ষের আওয়ামী লীগ ও বিএনপির নেতাকমীরা বালিউড়া বাজারে দেশীয় অস্ত্র নিয়ে রাত আটটায় সংঘর্ষে লিপ্ত হয়। ঘন্টাব্যাপি সংঘর্ষে উভয় পক্ষের ২০জন আহত। দোয়ারা বাজার থানার ওসি সুশীল রঞ্জন দাস জানান,বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে,ঘটনাস্থলে পুলিশ রয়েছে।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd