সিলেট ৩রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৪ঠা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৮, ২০১৮
স্টাফ রিপোর্টার :: বিগত ১০ বছরে (২০০৯-২০১৮) উন্নয়নের ক্রমধারায় সিলেট এম এ জি উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল-এর বুলেটিন প্রকাশ করা হয়েছে। শনিবার (৮ ডিসেম্বর) সকালে হাসপাতালের সেমিনার কক্ষে বুলেটিনের মোড়ক উন্মোচন করেন হাসপাতালের পরিচালক বিগ্রে. জেনারেল এ.কে. মাহবুবুল হক। পরে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, হাসপাতালের পরিচালক বিগ্রে. জেনারেল এ.কে. মাহবুবুল হকের একান্ত প্রচেষ্টায় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সেবার মান বৃদ্ধি করা হয়েছে। আইসিইউ ও ক্যাজুয়ালটি ভবনে ১০ বেডের পূর্ণাঙ্গ আইসিইউ চালুকরণ, জ্বরাজীর্ণ বিভাগকে অবকাঠামোগত উন্নয়ন, পরিষ্কার পরিচ্ছন্নতার দৃষ্টান্ত স্থাপন, দর্শনার্থী পাস কার্ডের মাধ্যমে সেবার মান উন্নয়ন, হাসপাতালের নিরাপত্তার স্বার্থে ৮০জন আনসার নিয়োগ, এন্ডোক্রাইলজি বিভাগকে বড় পরিসরে স্থানান্তর, ক্যান্সার চিকিৎসায় ২২ কোটি টাকায় কোবাল্ট-৬০ মেশিন স্থাপন ও নতুন সিটিস্ক্যান মেশিন চালু, বিনামূল্যে এইচআইভি রোগীদের চিকিৎসা, প্রশাসনিক ব্লকের পেছনে ১০ বিল্ডিং নির্মাণ, নতুন করে ২৭নং ওয়ার্ড স্থাপন, হাসপাতালের নিরাপত্তার স্বার্থে নতুন করে এলইডি লাইট, টিবি রোগীদের চিকিৎসার জন্য জেনে এক্স-পার্ট মেশিন স্থাপন, শিশু ও নবজাতক শিশুদের জন্য স্ক্যানু নির্মাণ, লেবার ওটির উন্নয়ন, মুক্তিযোদ্ধা কাকন বিবি, ড. জাফর ইকবাল সহ আতিয়া মহলের আহতদের দ্রুত চিকিৎসা প্রদান, অটিজম সেবা চালু, ইমার্জেন্সি প্রসূতি ব্যবস্থা চালুকরণ, আইপি ক্যামেরা দিয়ে হাসপাতালের নিয়ন্ত্রন, বিচ্ছিন্ন হাত জোড়া লাগানো, প্রগেরিয়া নামক বিরল রোগে আক্রান্ত রোগীকে চিকিৎসা সহ নানামুখী উন্নয়ন সাধন করা হয়েছে। বর্তমানে বাংলাদেশের ইতিহাসে চিকিৎসার জগতে ওসমানী হাসপাতাল দৃষ্টান্ত হয়ে রয়েছে। ওসমানীর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. একে মাহবুবুল হকের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, হাসপাতালের উপ-পরিচালক দেবপদ রায়, সহকারী পরিচালক (প্রশাসন) আবুল কালাম আজাদ, বিভাগীয় প্রধান (অর্থোপেডিক) অধ্যাপক ইস্তেয়াকুল ফাত্তা, অধ্যাপক মুসা চৌধুরি, আবাসিক চিকিৎসক আবু নাঈম মোহাম্মদ, আবাসিক সার্জন অরুন কুমার, ক্যাজুয়ালেটি বিভাগের আবাসিক সার্জন শ্যামল চন্দ্র বর্মন, এ্যানেস্থেসিস্ট ছিলেন ডা. রিয়াদ, ডা. নিজাম, ওয়ার্ড মাস্টার হাবিব, আবুল বাশার, নার্সেস এসোসিয়েনের সিওমেক শাখার উপদেষ্টা পরিমল বণিক, সেবা তত্ত্বাবধায়ক শিউলী আক্তার, নার্সেস এসোসিয়েনের সিওমেক শাখার সভাপতি শামিমা নাছরিন, সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, সহ-সভাপতি ভ্রান্তিবালা দেবী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাস, সুমন আহমদ আনসার নাছির উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের প্রধান সহকারী আবুল কাশেম, গীতা পাঠ করেন নার্সিং এসোসিয়েশনের সহ-সভাপতি ভ্রান্তিবালা দেবী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd