সিলেট ২রা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৯শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৩রা শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৯:২০ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০১৮
গোলাপগঞ্জ প্রতিনিধি :: তথ্য নির্ভরশীল না হয়ে অহেতুক সংবাদ পরিবেশন করলে যেমন সমাজ প্রতিষ্ঠান তথা মানুষের ক্ষতি সাধিত হয়, তেমনি সাংবাদিকরা যদি তথ্য নির্ভরশীল বস্তুুনিষ্ট সংবাদ পরিবেশন করলে তাহলে সমাজ ও সমাজের মানুষ উপকৃত হয়। সাংবাদিকরা জাতীর জাগ্রত বিবেক। বিবেক যদি ভাল ভাবে স্বচ্ছ ভাবে কাজ করে যেতে পারে তাহলে দেশ একদিন উন্নতির শিখরে উঠবেই। সাংবাদিক সমাজ আজো দেশ ও জাতীর জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলেই জাতি আজ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মঙ্গলবার দুপুর ২টায় পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে গোলাপগঞ্জ পৌর প্রেসক্লাবের কার্য্যনির্বাহী কমিটির সভায় নের্তৃবৃন্দ উপরোক্ত কথাগুলো বলেন। প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আমাদের সময়ের গোলাপগঞ্জ প্রতিনিধি মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,দৈনিক শুভ প্রতিদিনের গোলাপগঞ্জ প্রতিনিধি আব্দুল আজিজের পরিচালনায় সভায় স্বাধীনতা দিবস পালনে প্রস্তুতি গ্রহন ও প্রেসক্লাবের আগামী দিনের কার্য্যক্রম নিয়ে আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ সভাপতি আজিজ খান (দৈনিক বাংলাদেশের খবর) , সহ-সভাপতি সফিক উদ্দিন আহমদ (সিএনএন বাংলা টিভি), সহ-সাধারণ সম্পাদক রুবেল আহমদ (দৈনিক ডেসটিনি), কোষাধ্যক্ষ ফাহাদ হোসাইন (দৈনিক সিলেটের দিনকাল), সাংগঠনিক সম্পাদক আব্দুলাহ (দৈনিক যায়যায়দিন), সহ-সাংগঠনিক কামিল আহমদ তালুকদার (সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটকম) , প্রচার সম্পাদক জাবেদ আহমদ (আমার বাংলাদেশ বিডি ডটকম) , দপ্তর সম্পাদক হাবিবুর রহমান (সাপ্তাহিক সোনালী সিলেট), কার্য নির্বাহী সদস্য জাহিদ উদ্দিন, বদরুল আলম, নজমুল ইসলাম, সুজন দেব নাথ, সাজু আহমদ।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd