সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
কানাইঘাট প্রতিনিধি : কানাইঘাটের লোভা নদীতে অবৈধ ভাবে বালুর বাঁধ নির্মাণ করে পানি চলাচলে ব্যাঘাত সৃষ্টি ও লোভানদীর নাব্যতা হারিয়ে পাথর উত্তোলনের জন্য গভীর গর্ত করায় নদীপথে যাতায়াতকারী লোকজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। এতে লোভা নদীতে বালুর বাঁধ নির্মাণ করে প্রতিবন্ধকতা সৃষ্টিকারীদের সঙ্গে মুলাগুল এলাকার জনসাধারণের যে কোন মুহুর্তে সংঘাত সংঘর্ষের সম্ভাবনা রয়েছে।
জানা যায়, কানাইঘাটের সাউদগ্রামের মৃত আজিজুর রহমানের পুত্র পাথর ব্যবসায়ী মাতাব উদ্দিন মাতাই, কান্দলা গ্রামের মৃত মুজন আলীর আজির উদ্দিন কালা, কান্দলা গ্রামের মৃত আজিজুল হকের পুত্র জাতীয়পার্টি নেতা বিলাল আহমদ, কান্দলা গ্রামের জনু মিয়ার পুত্র সুহেল আহমদ, ছতিপুর গ্রামের আহাদ উদ্দিন, সাউদগ্রামের আখলূ মিয়ার পুত্র আব্দুল মালিক, সাউদগ্রামের ইয়াকুব আলীর পুত্র পাথর ব্যবসায়ী সিরাজ উদ্দিন, সাউদগ্রামের বড়হুনার পুত্র শাহাঙ্গীর আলম, কান্দলা গ্রামের আর্জদ আলীর পুত্র আব্বাস উদ্দিন গংরা লোভাছড়া পাথর কোয়ারী এলাকায় লোভা নদীতে বালুর বাঁধ দিয়ে নদীর পানি চলাচলের গতিসিমা পরিবর্তন করে নদীর বুকে পাথর উত্তোলনের গভীর গর্ত করছেন। আর উক্ত গভীর গর্তের বালু দিয়ে নদী ভরাট করায় লোভানদীর উজানে পানি ফুলে স্কুল কলেজের ছাত্র/ছাত্রীসহ নদীর অপারে কান্দলা নয়াবাজারে এবং এপারে মুলাগুল বাজারে বাশের সাঁকো দিয়ে যাতায়াতকারীরা নানা দুর্ভোগের স্বীকার হচ্ছেন। এছাড়া বাঁধ নির্মাণ করে নদী ভরাট করায় লোভানদীর ভাটিতে পানি কমে নদীপথে নৌকায় মুলাগুল বাজার, কান্দলা নয়াবাজার, বাগান বাজার ও চিন্তার বাজারে যাতায়াতের ক্ষেত্রে নানা দুর্ভোগ দেখা দেওয়ায় এলাকার জনসাধারণের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
এলাকাবাসী জানান, স¤প্রতি কানাইঘাট উপজেলার প্রশাসনের পক্ষথেকে উক্ত বালুর বাঁধ অপসারণ করা হয়েছিল। কিন্তু বাঁধ নির্মাণকারীরা প্রভাবশালী হওয়ায় তারা পুনরায় বালুর বাঁধ নিমার্ণ করায় লোভানদীর উজানে জলাবদ্ধতার সৃষ্টি ও লোভা নদীর ভাটিতে পানি শূন্যতার সৃষ্টি হয়েছে। তাই নৌকায় চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। এমতাবস্থায় জরুরী ভিত্তিতে লোভানদীর উপর থেকে বালুর বাঁধ অপসারণ সহ বাঁধ নির্মাণকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের কাছে জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd