সিলেট ৪ঠা এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ | ৫ই শাওয়াল, ১৪৪৬ হিজরি
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০১৮
নিজস্ব প্রতিবেদক :: আওয়ামী লীগে যোগ দিয়েছেন প্রাইভেটাইজেশন কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন বলে জানা গেছে।
গণভবন ও আওয়ামী লীগ সংশ্লিষ্ট সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়- বুধবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেন সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী। এসময় তিনি শেখ হাসিনার হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেন।
বয়োজ্যেষ্ঠ এই নেতা একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মর্যাদাপূর্ণ সিলেট-১ আসনে বিএনপি থেকে মনোনয়ন চেয়েছিলেন। এ আসনে দলের প্রাথমিক মনোনয়ন পেয়ে তিনি ভোটের মাঠে নামলেও তাকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি দলটি। এ আসনে দলটির চূড়ান্ত মনোনয়ন পান বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
Sharing is caring!
………………………..
Design and developed by best-bd