মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে পান্না আক্তার

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০১৮

মামলা করে নিরাপত্তাহীনতায় ভুগছে পান্না আক্তার

ক্রাইম সিলেট ডেস্ক : যশোর বড় বাজারের বাসিন্দা পান্না আক্তার জীবন হুমকির মুখে জীবনযাপন করছেন। সম্প্রতি পান্না আক্তার নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন। তালাকপ্রাপ্ত স্বামী খালিদ রহমান ওরফে শিকদার খালিদ নামে এক মুখোশধারীর বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের অভিযোগ করায় এই হুমকিতে পড়ে। সে ও তার লোকজন ক্ষিপ্ত হয়ে হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করছেন। তার ভাই শিকদার তারিকও অপতৎপরতা চালাচ্ছে। হুমকি দিয়ে তাকে মামলা প্রত্যাহার করার জন্য বলে যাচ্ছে। এখন পান্না খাতুন নিরাপত্তাহীন হয়ে পড়ে প্রশাসনের কাছে আসামিদের আটকের জন্য হস্তক্ষেপ কামনা করেছেন।

পান্না খাতুনের অভিযোগ, খালিদ গত কয়েক বছর ধরে পতিতালয়ে আসা যাওয়াকে কেন্দ্র করে তার সাথে পরিচয় হয়। কিছুদিন পর কৌশলে সে আমার মোবাইল ফোনের মেমোরি কার্ড নিয়ে আমাকে ফাঁদে ফেলে প্রেমের অভিনয় করে। এবং গত ২১/১১/২০১৪ সালে ১লাখ টাকা দেন মোহরানা ধার্যে বিয়ে করে।

বিয়ের পর আমার উপর অনেক অত্যাচার করে,আমাকে স্ত্রীর মর্যাদাও দেয় না। শেষ পর্যন্ত তার অত্যাচার সহ্য করতে না পেরে  গত ৫/৫/২০১৫ সালে তাকে তালাক দিই। তালাক দেয়ায় খালিদ ক্ষিপ্ত হয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকার করায় শারিরীক ও মানসিক নির্যাতন শুরু করে।এক পর্যায়ে গত ২০/১১/২০১৮ তারিখে সকাল সাড়ে ৯টার দিকে আমার বসত ঘরে ছুরি চাকু পিস্তল নিয়ে ৩/৪জন লোক নিয়ে ঢুকে ধার্যকৃত চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় আমার ঘরে ঠুকে রঙীন টেলিভিশন, ল্যাপটপ ও আসবাবপত্র ভাংচুর করে ও ড্রয়ার ভেঙে নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়।

এঘটনায় গত ২৬ নভেম্বর আদালতে মামলা করা হয়েছে। যার নম্বর ১৭২০। ধারা ৩৮৫/৩৮৬/৩০৭/৪২৭/১০৯ দ:বি:। মামলাটি বর্তমানে তদন্ত চলছে। মামলা করাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়ায় খালিদ ক্ষিপ্ত হয়ে উঠেছে। সে নানাভাবে হুমকি দেয়াচ্ছে মামলা প্রত্যাহারের জন্য।

অথচ তার বিরুদ্ধে প্রশাসন এখনো ব্যবস্থাগ্রহণ করেনি। ন্যায় বিচারের আশায় অবিলম্বে প্রশাসনের উদ্ধর্তন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন পান্না

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..