ছাতকে সরকারি টিন-টাকা আত্মসাতে সাবেক চেয়ারম্যান বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

ছাতকে সরকারি টিন-টাকা আত্মসাতে সাবেক চেয়ারম্যান বিরুদ্ধে মামলা

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জের ছাতক উপজেলায় সরকারী ঢেউটিন ও নগদ টাকা আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান নজরুল হকের বিরুদ্ধে মঙ্গলবার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের মুক্তিরগাঁও গ্রামের ইসকন্দর আলীর পুত্র ফখর মিয়া বাদী হয়ে ছাতক থানায় এ মামলা দায়ের করেন। মামলা নং-১৩। মামলায় কালারুকা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল হককে আসামী করা হয়েছে। অভিযোগ থেকে জানা যায,সুরমা নদী ভাঙ্গনে মুক্তিরগাঁও গ্রামের রাস্তার অনেকাংশই নদীগর্ভে বিলিন হয়ে যায়। চলাচলের রাস্তা মেরামত করতে গ্রামের অন্তত ৬টি পরিবারকে অন্যত্র সরে যেতে হয়। এসব পরিবারকে পূনর্বাসন করতে গ্রামবাসীর এক আবেদনের প্রেক্ষিতে ৬টি পরিবারের জন্য ১২বান্ডিল ঢেউটিন ও নগদ ৩৬হাজার টাকা বরাদ্ধ দেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। এসব টিন ও টাকা আনুষ্টানিক বিতরণের জন্য স্থানীয় সাবেক চেয়ারম্যান নজরুল হকের জিম্মায় রাখা হয়। পরবর্তিতে টিন বিক্রি করে প্রাপ্ত টাকা ও নগদসহ সাকুল্য আত্মসাত কার হয়। টিন ও টাকার বিষয়ে জানতে চাইলে গ্রামবাসীকে হুমকী-ধামকী দিয়ে বিদায় করে দেন সাবেক এ চেয়ারম্যান। এ ছাড়া গ্রামের মসজিদের উন্নয়নের জন্য স্থানীয় সরকার কর্তৃক প্রদেয় ৪০হাজার টাকা ও এমপিকে সংবর্ধনা দেয়ার জন্য গ্রামবাসীর সগ্রহের ৬০হাজার টাকাও কৌশল আত্মসাত করেছেন বলে সাবেক এ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ। থানার ওসি আতিকুর রহমান এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..