নৌকায় ভোট চাইতে ভোলায় ৬ তারকা

প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, ডিসেম্বর ২৬, ২০১৮

নৌকায় ভোট চাইতে ভোলায় ৬ তারকা

ক্রাইম সিলেট ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতা-নেত্রীদের মতো তুমুল ব্যস্ততা পার করছেন দেশের ছোট ও বড় পর্দার অভিনেতারাও। পছন্দের প্রার্থীর জন্য নিজের তারকা খ্যাতির বিনিময়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। তারই ধারাবাহিকতায় এবার নির্বাচনি প্রচারণায় ভোট চাইতে ভোলায় উড়ে গেলেন ঢাকাই চলচ্চিত্রের ৬ জনপ্রিয় মুখ।

চলতি মাসের শুরু থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা মার্কায় ভোট চাইতে দেশের বিভিন্ন স্থানে ছুটছেন চলচ্চিত্রের জনপ্রিয় তারকারা।

আজ কক্সবাজার তো কাল রংপুর, পরশু আবার ঢাকার রাজপথে দেখা যাচ্ছে তাদের। দেশের বিভিন্ন অঞ্চল চষে বেড়াচ্ছেন এসব চলচ্চিত্র তারকা। আজ (বুধবার) নৌকা প্রতীকে ভোট চাওয়ার জন্য দ্বীপজেলা ভোলায় উড়ে গেছেন ছয় চিত্রতারকা। তারা হলেন রিয়াজ, ফেরদৌস, পূর্ণিমা, পপি, অপু বিশ্বাস এবং ইমন।

সকাল ১১ টাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে যোগে ভোলায় যান তারা। সেখান থেকে চ্যানেল আই অনলাইনকে চিত্রনায়ক ইমন বলেন, আমরা  ৬ জন নৌকায় ভোট চাইতে ভোলা এসেছি। ৪০ মিনিট লেগেছে ঢাকা থেকে ভোলা আসতে।

তিনি বলেন, ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনে নৌকার প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছি। নায়ক ইমন জানান, মূলত নৌকায় ভোট চাইতেই ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে কথা বলতে তারা সেখানে গেছেন।

ইমন বলেন, আমাদের দেখার জন্য লোকারণ্যের সৃষ্টি হয়েছে। হাজার হাজার মানুষ এই প্রচারণায় অংশ নিয়েছেন। রয়েছি ভোলার চরফ্যাশন এলাকায়। জায়গাটা অসম্ভব সুন্দর। সবচেয়ে ভালো লাগছে, আমাদের দেখতে হাজার হাজার মানুষ ভিড় করেছে। সমাবেশ শেষে বিকেলেই আমরা ঢাকা ফিরবো।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..