ইমরান আহমদকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেট ৪ আসনের সর্বস্তরের জনতা

প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০১৯

ইমরান আহমদকে মন্ত্রী হিসেবে দেখতে চান সিলেট ৪ আসনের সর্বস্তরের জনতা

স্টাফ রিপোর্টার :: স্বাধীনতা পরবর্তী সময়ে সিলেট -৪ আসন থেকে সংসদ সদস্য হিসেবে সর্বাধিক দায়িত্ব পালন করেছেন ইমরান আহমদ। ইমরান আহমদ ১৯৮৬ সালে সিলেট -৪ আসন থেকে আওয়ামীলীগ মনোনীত সংসদ সদস্য প্রার্থী হিসেবে সর্ব প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরই ধারাবাহিকতায় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে ১৯৯১, ১৯৯৬,২০০৮,২০১৪ ও ২০১৮ সালে তিনি এ আসন থেকে জয়লাভ করেন। তিনি বিভিন্ন সময়ে মন্ত্রনালয়ের স্তায়ী কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩ যুগধরে এ আসনের জনপ্রতিনিধির দায়িত্ব পালন কালে রয়েছে তার ব্যাপক সফলতা।

সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -২ এর জনক তাকে বলা হয়ে তাকে। সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি -২ প্রতিষ্টার মাধ্যমে জৈন্তাপুর,গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জসহ সিলেটের ৫ টি উপজেলা বিদ্যুৎতের আওতায় আসে। জাফলংসেতু,তামাবিল স্থলবন্দর, হাইটেক পার্ক, গোয়াইনঘাট সরকারি কলেজ,গোয়াইনঘাট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও ইমরান আহমদ সরকারি মহিলা কলেজ তারই ঐকান্তিক প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

দীর্ঘ দিনের নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে গোয়াইনঘাট,কোম্পানিগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার শিক্ষা, যোগাযোগ,স্বাস্থ্যসহ প্রতিটি ক্ষেত্রে রয়েছে তার কঠোর পরিশ্রম। সৎ ও ন্যায় পরায়ণ হিসেবে রয়েছে তার আলাদা পরিচিত। ফলে এ জনপদের মানুষ তাকে দলমতের উর্ধে ওঠে বার বার নির্বাচিত করেছে। উচ্চ শিক্ষিত এ জনপ্রতিনিধি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে পৃথিবির বিভিন্ন দেশ ভ্রমন করেছেন। এ ছাড়া প্রতিনিধিদলের প্রধান হিসেবে তিনি রাষ্ট্রীয় কাজে ঘুরেছেন অনেক দেশ।সংসদের বিভিন্ন মন্ত্রনালয়ে সততা,নিষ্টা ও মেধার সাথে কাজ করে অত্যন্তসু নাম কুড়িয়েছেন এ জনপ্রতিনিধি।

একই ব্যক্তিকে ছয় ছয় বার নির্বাচিত করেও যদি মন্ত্রীত্ব না পায় এ আসনের মানুষ তাহলে তাদেরে প্রতি অবিচার করা হবে। সিলেট -৪ আসনের নাগরিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড,আতিউল্লাহ,গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ ফজলুল হক,গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম,এ,মতিন,সালুটিকর কলেজের অধ্যক্ষ শাকির উদ্দিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র সংগঠনের প্রতিনিধিসহ এ আসনের সর্বস্তরের জনতা বলেন ইমরান আহমদকে আমরা স্বাধীনতা পরবর্তী সময়ে সংসদ সদস্য হিসেবে সর্বাধিক নির্বাচিত করিয়াছি।

মন্ত্রী হওয়ার সকল যোগ্যতা ইমরান আহমদের মধ্যে রয়েছে। তারা আরো বলেন সৎ,নিষ্টাবান,পরিশ্রমী, জনপ্রতিনিধি ও শিক্ষাগত যোগ্যতায় তিনি বর্তমান অনেক মন্ত্রী থেকে এগিয়ে রয়েছেন। ইমরান আহমদকে মন্ত্রী বানিয়ে সিলেট -৪ আসনের সাধারন মানুষের প্রানের দাবী গ্যাস সংযোগসহ সকল দৃশ্যমান সমস্যার উত্তরণ চান।

Sharing is caring!

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..