নগরীর তালতলায় ছিনতাইয়ের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা লিলি

প্রকাশিত: ৯:৩৫ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০১৯

নগরীর তালতলায় ছিনতাইয়ের শিকার বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা লিলি

স্টাফ রিপোর্টার :: নগরীর তালতলা এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন বাংলাদেশ ব্যাংকের সিলেট শাখার যুগ্ন পরিচালক লিলি রানী দেবী। রোববার সকালে বাসা থেকে ব্যাংকে আসার পথে তালতালা এলাকায় ছিনতাইকারীরা তার গলার স্বর্নের চেইন ছিনিয়ে নেয়।

লিলি রানী দেবী জানান, রোববার সকালে সুবিদবাজার এলাকার বাসা থেকে তিনি রিক্সাযোগে বাংলাদেশ ব্যাংকে আসছিলেন। তালতলা পয়েন্টে হোটেল সুফিয়ার সামনে আসামাত্র মোটরসাইকেলযোগে দু’জন ছিনতাইকারী তার পথরোধ করে।

ছিনতাইকারীরা অস্ত্র দেখিয়ে তার ৩৭ হাজার টাকা মূল্যের স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে কতোয়ালি থানায় একটি সাধারণ ডায়রি করেছেন বলেও জানান লিলি।

সিলেট কতেয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া বলেন, তালতলায় ব্যাংক কর্মকর্তার ছিনতাইয়ের শিকার হওয়ার অভিযোগ পেয়েছি। এব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Sharing is caring!

এ সংক্রান্ত আরও সংবাদ

বিজ্ঞাপন

আর্কাইভ

সর্বশেষ খবর

………………………..